বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

দর্শনার বড়বলদিয়ায় শফিকুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত ৪ জন আসামি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ১০০ Time View

 হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার 

দর্শনার বড়বলদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে ঘর জামাইয়ের বাঁশের আঘাতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম (৪৫) নামের দু’সন্তানের জনকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ হত্যা ঘটনায় দর্শনা থানায় ঘাতক ঘরজামাই কালাম উদ্দিনকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল, পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) শেখ মাহবুর রহমান, এস আই সাইফুল ইসলাম, এ এস আই মহিউদ্দিন সহ পুলিশ ফোর্স ঘটনাস্থল থেকে পুলিশ নিহতর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দর্শনা থানা হেফাজতে রাখেন এবং এ হত্যা কান্ডের সাথে জড়িত মর্জিনা নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।এদিকে, আজ শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত শেষে বিকালের দিকে বড়বলদিয়ায় গ্রামে লাশের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। আজ শনিবার ২ জানুয়ারী বিকাল ৩ টার সময় দর্শনা থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) শেখ মাহবুর রহমান,এ এস আই মহিউদ্দিন পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এ হত্যা কান্ডের সাথে জড়িত তিনজন আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামিরা হলেন দর্শনার বড় বলদিয়া গ্রামে মৃত আমির হোসেন এবং মৃত সামেদ আলীর জামাই মোঃ আবুল কালাম (৫৫), ও মোঃ আবুল কালাম এর স্ত্রী মোছাঃ মেগীরন খাতুন (৫০) এবং ওসমানপুর (বেদেপোতা)মোঃ ওমেদুল ইসলামের ছেলে মোঃ সাগর আলী (২৪)। দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে হত্যা সংঘটিত হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত মোট ৪জনকে আটক করা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category