বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

বীর মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করে আছে প্রভাবশালীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৮১১ Time View

মো.সবুজ রানা টাংগাইল জেলা প্রতিনিধি

মির্জাপুরের৬নং আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আদম আলীর বসত বাড়ীর জমি অনেক দিন যাবৎ দখল করে আছে শাহজাহান ও ধলু ব্যাপারী নামক প্রভাবশালী দু’ ব্যক্তি।মুক্তিযোদ্ধার পরিবার বলেন ১৯৯২ সাল থেকে শাহজাহান ও ধলু ব্যাপারী তারা রের্কড মুলে ১১শতাংশ জমির মালিক হওয়া সত্যেও তারা৪ শতাংশ জমিসহ দখল করে আছে মোট (১৫) শতাংশ জমি।বীর মুক্তিযোদ্ধার পরিবার বলেন ১৪/১২/২০২০ইং তারিখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকেও এলাকার লোকজন, মাতাব্বর নিয়ে জমি দু’ পক্ষকে বুঝিয়ে দেওয়া জন্য মাপা হলে৪ শতাংশ জমি বিবাদী শাহজাহানের দখলে আছে তারা জমি মেপে পরিমাণ নির্ধারণ করেন। কিন্তু শাহজাহান জমির সীমানা দিতে দেননি,তিনি বলেন ৪শতাংশ জমি আমার দখলে আছে আমি জমি ছাড়বোনা এবং সীমানাও দিতে দিবো না।এবিষয়ে আরো কথা বলে জানা যায় এলাকাবাসী ও শাহজাহানের চাচাতো ভাই মো.হারুনের সাথে তিনি সাংবাদিকদের বলেন মুক্তিযোদ্ধার পরিবার৪শতাংশ জমি পাবেন তারা, এবং মুক্তিযোদ্ধার পরিবারের সকল প্রকার জমির কাগজ পএ রয়েছে। শাহজাহানের শুধু মাএ১১ শতাংশের রের্কড মুলের কাগজ আছে। আরো জানার জন্য শাহজাহানকে জিজ্ঞেস করলে সে সাংবাদিকদের প্রতি ক্ষিপ্ত হয়ে বলেন, আমাকে জেলে দিবেন দেন তারপরও আমি জমি ছাড়বো না। বীর মুক্তিযোদ্ধা পরিবার মাননীয় প্রধানমন্ত্রী ও ডিসি মহোদয় এর নিকট তাদের ৪ শতাংশ জমি বুঝিয়ে পাওয়ার জন্য দাবি জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category