মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

নড়াইলে ‘বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করনে” মন্ত্রী:ওবায়দুল কাদের”

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২০৮ Time View

মোঃনয়ন শেখ,স্টাফ রিপোর্টার

পাঁচ দলের অংশগ্রহণে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানরে মধ্য দিয়ে পর্দা উঠল নড়াইলে “বীজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০। মঙ্গলবার ২৯ ডিসেম্বর সন্ধ্যায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল কাদের, এমপি। একইভাবে যোগ দেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা জানেন ক্রীড়া চর্চা তরুণদের সৃজনশীলতার বিকাশ ঘটায়। বর্তমান প্রজন্ম যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গড়ে উঠছে মাদক,সাইবার অপরাধ থেকে মুক্তি পেতে এই করোনা পরিস্থিতিতে ক্রীড়ার বিকল্প নেই।’ মাশরাফীকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমাদের তরুণ সমাজতে সুরক্ষা দিতে খেলাধুলা তথা ক্রীড়া চর্চার বিকল্প নেই। মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান আমাদের দেশকে বিশ্ব দরবারে অধিষ্ঠিত করেছে। এই খেলা তরুদের মধ্যে নতুন উদ্যম তৈরি করবে। তরুণদের প্রাণশক্তি কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার আহবান জানাচ্ছি।’ ওয়ালটন ও মীনা বাজারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। এসময় মাশরাফী বলেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের নড়াইল জেলা সব সময় খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে বড় অবদান রেখে এসেছে। ক্রীড়াঙ্গনে ক্রিকেট ছাড়া এই নড়াইলের এখনও ৬ জয় জাতীয় পর্যায়ে অধিনায়কত্ব করছে। আমাকে গড়ার পেছনের কারিগররাও এখানে আছে। যারা ২৫ বছর আগে থেকেই ক্রিকেট নিয়ে যারা কাজ করেছে তাদের মনে পড়ে সব সময়। এই সময়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে অবদান রেখেছে অভিষেক দাস অরণ্য। আমরা এখানেই থেমে থাকতে চাই না। ভালো ফ্যাসিলিটিজ পেলে অনেকেই উঠে আসবে। তাই আমাদের সুযোগ করে দিতে হবে। তবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই সব হয়ে যাবে না, এটা দিয়ে শুরুটা করা। আমি আশা করব, ছেলেদের উৎসাহ দিতে আপনারা মাঠে আসবেন।’ বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাশরাফী বিন মোর্ত্তর্জা। ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলূ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, পিপিএম বার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু ও মাশরাফীর পিতা গোলাম মোর্তুজা স্বপনসহ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো যথাক্রমে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ একাদশ, চারণ কবি বিজয় সরকার একাদশ, এস,এম, সুলতান একাদশ ও জারি শিল্পী মোসলেম উদ্দিন একাদশ বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে বুধবার ৩০ডিসেম্বর সকাল ১০ টায় উদ্বোধনী খেলায় অংশ নিবে “নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও বিজয় সরকার একাদশ।#

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category