রবিবার, ০৫ মে ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

মাগুরার রুনার মধুচক্রের সন্ধান লাভ, ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ১৫৫ Time View

মাগুরা সংবাদদাতা

গত ২৭ শে ডিসেম্বর রবিবার সকাল আনুমানিক ১১ টায় মাগুরার পাপিয়া খ্যাত মাদক ব্যবসায়ী পারভিন আক্তার রুনা (৩৫)কে ১০০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়েছে । দুই দিন আগে তার স্বামী রিগানকে ৩০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছিল । মাগুরার কলেজ পাড়ায় প্রফেসর এম আর খানের বাসার নিচতলায় এই মাদক ব্যবসায়ী দম্পতি ভাড়া থাকতেন এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। গত দুইদিন ধরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে গ্রেফতার এড়াতে পারলেও অবশেষে বাটিকাডাঙ্গা থেকে রুনাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ভ্যানিটি ব্যাগে রাখা ১০০ গ্রামের এক প্যাকেট হেরোইন মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্ধার করে যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। উল্লেখ্য এই মাদক সম্রাজ্ঞী রুনার বাড়ি যশোরের কোতোয়ালি থানার ক্যান্টনমেন্টের খয়ের তলায়, তার পিতা মৃত নূর আলী মোল্লা। রুনার স্বীকারোক্তি অনুযায়ী সে এখানে শুধু মাদক ব্যবসাই নয় বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপেও লিপ্ত ছিল। একশ্রেণীর অসাধু ক্ষমতাধর ব্যক্তিদের হাত করে দীর্ঘদিন ধরে উঠতি বয়সী মেয়েদের নিয়ে দেহ ব্যবসার মতো জঘন্য কার্যকলাপ চালিয়ে আসছিল। রুনার রংমহলে শহরের অনেক পরিচিত মুখ নিয়মিত আসা-যাওয়া করতেন বলে রুনা দাবি করেন। এলাকাবাসীর দাবি রুনাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা হোক।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category