রবিবার, ১২ মে ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ঢাকা জেলার শ্রদ্ধাঞ্জলি।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ১৯২ Time View

 বিশেষ প্রতিনিধি  মোঃ নাসিম খান 

আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৬ টা থেকেই সাভারে নবীনগর জাতীয় স্মৃতি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মহান বিজয় দিবসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ঢাকা জেলার সম্মানিত সভাপতি ও সিনিয়র সাংবাদিক জনাব মোঃ মফিজুর রহমান সোহেল ও সিনিয়র সহ সভাপতি ও জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ নাসিম খান ও সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ নুর হোসেন সহ সভাপতি মোঃ বাবুল শেখ ও মারুফ হোসেন সাধারন সম্পাদক জনাব মোঃ কামাল হোসেন ও যুগ্ন সাধারন সম্পাদক আকরাম সরদার ও নুরে আলম জিকু সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান ও সুমন এবং ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মোঃ শফিকুল ইসলাম সহ অনেকে । জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল নেমেছ। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ। তখন আসতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মরা করোনাভাইরাসের প্রকোপ উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সকাল থেকেই দলে দলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধের বেদিতে ফুল দেয়া শুরু করেন। পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজনৈতিক, শিল্পী-বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, শ্রমিক, শিক্ষার্থীরা। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। শহীদদের সম্মান জানাতে অনেকে পরিবার নিয়ে এসেছেন। কেউ এসেছেন বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে। বিজয়ের এই দিনে অনেকেই তাদের স্মৃতি ক্যামেরার ফ্রেমবন্দী করতে শুরু করেছেন। সেলফি, ছবি তুলতে অনেকেই ব্যস্ত সময় পার করছেন। স্মৃতিসৌধের বেদিতে সম্মান জানিয়ে ছবি তুলছেন দলবদ্ধ হয়ে। অনেকে শিশু সন্তান নিয়ে এসেছেন। এদিকে বিজয় দিবস উদযাপনে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতিসৌধ প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category