রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :

সুনামগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৭৬ Time View

মহি উদ্দিন আরিফ সুনামগঞ্জ প্রতিনিধি

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ ডিসেম্বর এ আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ জসীম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ জেলা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ। আলোচনা অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো: আলী আমজাদ, আলোচনায় আরো অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব লতিফুর রহমান রাজু, সাবেক অধ্যক্ষ জনাব পরিমল কান্তি দে, জনপ্রতিনিধিবৃন্দ, সিভিল সার্জন, পুলিশ সুপার এবং সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। অনুষ্ঠানে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ১৪ ডিসেম্বর, ১৯৭১ সালে শহিদ হওয়া বুদ্ধিজীবীদের। দোয়া মাহফিলের মাধ্যমে শহিদদের আত্মার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা। হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category