বুধবার, ১৫ মে ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

নীলফামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কার্য ভাঙ্গার প্রতিবাদে স্বাস্থ্যকমীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৭৯ Time View

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে উগ্র মৌলবাদি কতৃর্ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাঙ্গার প্রতিবাদের আজ সকাল ১০ ঘটিকায় নীলফামারীর চৌরাঙ্গিতে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ভাস্কর্য ভেঙ্গে বাঙালির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা যাবে না। এটি একটি আদর্শ ও চেতনাকে লাঞ্ছিত করা।শেখ মুজিবুর রহমান কোটি কোটি মানুষের হৃদয়ে আছেন। এটা ভাঙ্গার সাধ্য কারো নাই। দেশে এক শ্রেণীর মাওলানারা আছেন যারা ধর্মের নামে ব্যবসা করছেন। সরকারের সরলতার সুযোগ নিয়ে ধর্মকে ধ্বংস ও মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র চলছে। নীলফামারী জেলা সমিতির সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে বক্তব্য রাখেন মোছাঃ গুলশানাআরা বেগম, ডোমার উপজেলা, এ.টি.এম ফেরদৌস ওয়াহিদ পায়েল,জলঢাকা উপজেলা, জনাব মোঃ আফজাল হোসেন, সৈয়দপুর উপজেলা, হিমাংশু কুমার ডালিম, কিশোরগন্জ উপজেলা,ভবেন্দ্রনাথ রায়, ডিমলা উপজেলা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর রংপুর বিভাগের সভাপতি জনাব মোঃ আব্দুল্লাহ আল মুকিত সৌরভ ও নীলফামারী জেলার সভাপতি জনাব মোঃ আতাউর রহমান ও নীলফামারী সদর উপজেলার সভাপতি জনাব মোঃ মুমাহিদুল ইসলাম জাহিদ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category