রবিবার, ০৫ মে ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :

সুনামগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ৫৪৪০০ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ১০৮ Time View

 মহি উদ্দিন আরিফ নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন স্থানে খাদ্যে ভেজাল, মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যের মেয়াদের সঠিক সিল না থাকায় বিভিন্ন প্রতিষ্টানকে এবং মাস্ক পরিধান না করায় জরিমানা আদায়। আজ ০৯ ডিসেম্বর রোজ বুধবার সন্ধায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: রিফাতুল হক। মোবাইল কোর্ট পরিচালনা কালে খাদ্যে ভেজাল, মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যের মেয়াদের সঠিক সিল না থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪২, ৪৩ ধারা এবং করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধান না করায় দন্ডবিধি ২৬৯ ধারায় ৮টি মামলায় মোট ৫৪৪০০ টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিফাতুল হক বলেন, শীত মওসুমে করোনা ভাইরাস আরও ব্যাপকভাবে সংক্রমণের আশংকা আছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। মেয়াদোত্তীর্ণ পণ্য ক্রয় করার সময় মেয়াদ দেখে ক্রয় করতে হবে।তিনি আরো বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category