বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দ্রা গান্ধীর মাধ্যমে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২১০ Time View

সঞ্জীব কুমার ভাট্রি নাটোর প্রতিনিধিঃ ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দ্রা গান্ধীর মাধ্যমে । বর্তমান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খুবই ভালো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নন্দ্রের মুদির সম্পর্ক খুবই ভালো । মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুরের বুধপাড়া কালী মন্দির পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্রি । তিনি আরো বলেন বাংলাদেশে একটি স্লোগান আছে ধর্ম যার যার উৎসব সবার । এই স্লোগান টি আমার কাছে ভালো লেগেছে , আমি বাংলাদেশে দূর্গা পূজার সময় বিভিন্ন স্থানে গিয়েছি । হিন্দু ও মুসলিম ধর্মীয় মানুষেরা সবাই মিলে মিশে উৎসব করছে । বিষয়টি দেখে আমার খুব সুন্দর লেগেছে । বর্তমান বাংলাদেশে মুজিব শতবর্ষ চলছে, বাংলাদেশের মানুষ মুজিব শক্তি । তিনি আরো বলেন, ভারত সরকারের আর্থিক সহায়তায় নাটোর, রাজশাহী ও রংপুর অঞ্চলে মন্দির সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে । ভারত সরকারের আর্থিক সহায়তায় লালপুরের বুধপাড়া কালী মন্দিরে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করবো । নাটোর জেলার লালপুর উপজেলার বুধপাড়া কালী মন্দিরে এসে আমি আনন্দিত , জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তার বক্তব্য শেষ করেন । বুধপাড়া কালী মন্দির কমিটির সভাপতি মুকুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ, নাটোর সদরের পৌর মেয়র উমা চৌধুরী জলি , হিন্দু ও বৌদ্ধ ঐক্য পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু , সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী বেতার কেন্দ্রের উপস্থাপক আব্দুর রোকোন মাসুম ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category