মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জের ২টি আসন থেকে জাকের পার্টি দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গোপালগঞ্জের ২টি আসন থেকে জাকের পার্টি দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আজ রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন এবং তিনি তা গ্রহণ করেন।

প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন, সংসদীয় আসন ২১৫ গোপালগঞ্জ-০১ আসন থেকে জাকের পার্টির মনোনীত প্রার্থী মো: দেলোয়ার হোসেন। অপরজন সংসদীয় আসন ২১৬ গোপালগঞ্জ-০২ আসন থেকে জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসেন মিয়া।

কেন্দ্রীয় সিদ্ধান্তে এই দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন তারা। এছাড়া সংসদীয় আসন ২১৭ গোপালগঞ্জ-০৩ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী মাহাবুর মোল্যা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।

ফলে গোপালগঞ্জ-০১ আসনে ৫ জন, গোপালগঞ্জ-০২ আসনে ৬ জন ও গোপালগঞ্জ-০৩ আসনে ৬ জন প্রার্থী রইলেন। গোপালগঞ্জ-০১ আসনে ৫ প্রার্থীরা হলেন, মোহাম্মদ ফারুক খান এমপি (আওয়ামী লীগ), এ্যাভোকেট সহিদুল ইসলাম মোল্যা (জাতীয় পার্টি), মো: কাবির মিয়া (স্বতন্ত্র), জাহিদুল ইসলাম (তৃণমুল বিএনপি) ও শেখ মো: আব্দুল্লাহ (ন্যাশনাল পিপলস পার্টি)।

গোপালগঞ্জ-০২ আসনে ৬ প্রার্থীরা হলেন, শেখ ফজলুল করিম সেলিম এমপি (আওয়ামী লীগ), কাজী শাহীন (জাতীয় পার্টি), মো: আমিনুল হাসান শাহীন (স্বতন্ত্র), মো: জামাল উদ্দিন শেখ (তৃণমুল বিএনপি), মো: ফুল মিয়া মোল্লা (জাসদ) ও মামুনুর রশীদ (মুক্তির জো্ট) গোপালগঞ্জ-০৩ আসনে ৬ প্রার্থীরা হলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি (আওয়ামী লীগ), এম নিজাম উদ্দিন লস্কার (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো: সহিদুল ইসলাম মিন্টু (বাংলাদেশ কংগ্রেস), শেখ আবুল কালাম (ন্যাশনাল পিপলস পার্টি), সৈয়দা লিমা হাসান (গণফ্রন্ট) ও মাহাবুর মোল্লা (জাকের পার্টি)।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category