রবিবার, ১২ মে ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

কীভাবে ভালো করতে হয় তা আমাদের শিখেয়েছে বাংলাদেশ : উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View

নিজেদের মাঠে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল সবসময় অপ্রতিরোধ্য। সেটি আরও একবার নিউজিল্যান্ডের সঙ্গে চলমান টেস্ট সিরিজে দেখা যাচ্ছে। তবে বোলাররা প্রতিপক্ষকে চেপে ধরার চেষ্টা করলেও ফিল্ডিং ব্যর্থতায় কাক্সিক্ষত সাফল্য পেতে দেরি হয়েছে বাংলাদেশের। তবুও সিলেট টেস্টের দ্বিতীয় দিনে অনেক প্রশ্নের মুখোমুখি করেছেন বাংলাদেশের স্পিনাররা। সেঞ্চুরি তুলে নিয়েছেন সাবেক কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের হয়ে দারুণ ইনিংস খেলার পরও দিন শেষে তিনি টাইগার বোলারদের প্রশংসায় করেন। মনে করেন, স্বাগতিক বোলারদের সামনে তারা অনেক প্রশ্নের মুখে পড়েছিলেন।

তিনি বলেন, ‘তারা (বাংলাদেশের বোলাররা) এই কন্ডিশন সম্পর্কে ভালোভাবেই জানে। তারা একদম ঠিকঠাক ছিল। অনেক ধরনের সম্ভাবনা তৈরি করছিল। অসাধারণ ছিল সবাই। আমাদের সামনে অনেক প্রশ্নও তৈরি করেছে তারা। পৃথিবীর এই প্রান্তে এসে কীভাবে ভালো করতে হয় সেটি শিখেয়েছে আমাদের।’

‘উইকেটের চরিত্র যেকোনোভাবে হোক বদলেছে। আমাদের কাছে এটা প্রত্যাশিতই ছিল। আমাদের ব্যাট ও বল হাতে মানিয়ে নিতে হবে। কাল (তৃতীয় দিন) সকালে কাজটা ঠিকঠাক করতে হবে, এরপর আমাদের হাতে বল আসবে’, যোগ করেন অভিজ্ঞ কিউই তারকা।

‘আজ (দ্বিতীয় দিন) খুব কঠিন দিন ছিল। ব্যাটাররা নিজেদের প্রয়োগ করার আপ্রাণ চেষ্টা করেছে। জুটি করতে চেয়েছে। আমাদের দুই উইকেট হাতে আছে। আরও কিছু রান যোগ করতে পারলে দারুণ হবে। তারপর বল করার সুযোগ পাব। উইকেটে প্রচুর ভাঙনের আভাস মিলেছে। সামনের দিনগুলোতে আরও ভাঙবে।’

উইকেটই যে ম্যাচের বড় এক প্রভাবক হতে যাচ্ছে তা নিশ্চিত। উইলিয়ামসন জানান, প্রথম ইনিংসে তারা যেভাবে বল করেছেন সেখানেও বদল আনতে হবে। এখন তারা উইকেটের আচরণ বুঝতে পেরেছেন, সেভাবেই মানিয়ে নিতে হবে বোলারদের, ‘উইকেট বদল হচ্ছে, আমরা এটাই প্রত্যাশা করছিলাম। ব্যাটে-বলে আমাদের মানিয়ে নিতে হবে। সকালে আমাদের অনেক কাজ বাকি।’

‘আগেও দলের জন্য শেষ দিকে বড় অবদান পাওয়া গেছে। কাল সকালে তেমন কিছু হলে দারুণ হয়। আমাদের কিছু ভালো সিদ্ধান্ত নিতে হবে। তারপর বল করব। প্রথম ইনিংস থেকে কিছু জিনিস মানিয়ে নিয়ে বল করতে হবে।’

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category