রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

মাগুরার সাংবাদিক ফেরদৌস রেজাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

 মাগুরা সংবাদদাতা
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৮৩ Time View

আজ ১৪ অগাস্ট ২০২২ রবিবার, মাগুরা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফেরদৌস রেজাকে হত্যার হুমকির প্রতিবাদে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয় |

এই অনুষ্ঠানে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ডাক্তার বাবুল রশিদ উপস্থিত ছিলেন |

উল্লেখ্য, গত ১০ আগস্ট বুধবার বেলা আনুমানিক ৪ টার দিকে মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের পশ্চিমপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গেলে নাকোল হাইস্কুলের শিক্ষক জনাব আশরাফ হোসেন হুট্ সাংবাদিক ফেরদৌস রেজা ও মিরাজ আহমেদের উপর চড়াও হয়, এমনকি হত্যার হুমকি দেয়, কথার এক পর্যায়ে জনাব আশরাফ নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্ম কর্তা হিসেবেও পরিচয় দেন |

এ ব্যাপারে শ্রীপুর থানায় গত ১২ অগাস্ট একটি অভিযোগ দায়ের করা হয়েছে | ডাক্তার বাবুল রশিদ বলেন সাংবাদিকরা হলো জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যে ভাবেই হোক বর্তমানে সারাদেশে সাংবাদিকদের উপর যে চলমান অত্যাচার ও নির্যাতন চলছে এটি বন্ধ অবশ্যই করতে হবে, পাশাপাশি তিনি অভিযুক্ত আশরাফকে গ্রেফতারের জোর দাবি জানান |

অনুষ্ঠানে সম্প্রতি সময়ে কুষ্টিয়া, লালমনিরহাট, রূপগঞ্জ ও মৌলভীবাজারের সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলোকে তুলে ধরা হয় | মাগুরা রিপোর্টার্স ইউনিটির কোষাধক্ষ্য আইনুল ইসলাম বলেন আগামী ৩ দিনের মধ্যে আসামি গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে |

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জনাব আকরাম হোসেন ইকরাম | এছাড়াও আরো বক্তব্য রাখেন এম ফেরদৌস রেজা, মিজানুর রহমান রেন্টু, কৃস্না রায়, আলমগীর হোসেন সহ অনেকে | উপস্থিত ছিলেন মিরাজ আহমেদ, মেহেদী হাসান, সনৎ কুমার বিশ্বাস, পলাশ আহমেদ, ফারুক আহমেদ, বিপ্লব হোসেনসহ অনেকে |

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category