শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :

গোপালগঞ্জ পৌর নির্বাচনে শেখ রকিবকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন মেয়র প্রার্থী এম বদরুল আলম

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১১৮ Time View

আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র  মেয়রপ্রার্থী, শেখ পরিবারের সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার স্নেহের চাচা,  জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রকিব হোসেনকে পূর্ণসমর্থন জানিয়ে গোপালগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর।

আজ বুধবার (২৫ মে) বিকাল সাড়ে ৫ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে এম বদরুল আলম বদর বলেন,  আমি ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,

দেশরত্ন শেখ হাসিনা আমার নেতা, আমি তার একনিষ্ঠ কর্মী। শেখ পরিবারের সন্তান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার স্নেহের চাচা শেখ রকিব হোসেন‌ নিজেই যখন গোপালগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে মেয়র পদে আমার প্রতিদ্বন্দ্বিতা করা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করছি না,

তাছাড়া শেখ রকিব হোসেন মেয়র পদে নির্বাচিত হলে গোপালগঞ্জ পৌর এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে  আমার মনোনয়ন পত্র আমি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। সেই সাথে আমার কর্মী ও সমর্থকদেরকে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানাচ্ছি।

আমি কোন ব্যক্তি বা  গোষ্ঠীর চাপে আমার মনোনয়ন প্রত্যাহার করছি না। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় মেয়র প্রার্থী এম বদরুল আলম বদরের কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category