বুধবার, ১৫ মে ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

কিশোরগঞ্জের নিকলী হাওরের পরিবেশ সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা

ডা. আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৮৮ Time View

কিশোরগঞ্জের নিকলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে কিশোরগঞ্জের নিকলী হাওরের পরিবেশ সুরক্ষায় করণীয় শীর্ষক এক কমিউনিটি কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে। সহযোগিতায়ঃ অর্গানাইজেশন অব এনভাইরনমেন্টাল পলূশন প্রিভেনশন প্রোগ্রাম (ওয়েপ) ওর্্যাক বাংলাদেশ, কিশোরগঞ্জ।

আয়োজনেঃ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। ১৯ এপ্রিল সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইবাদুল রহমান বাদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) জামালপুর এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলি, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহবায়ক শেখ সেলিম কবির, নিকলী জিসি পাইলট মডেল সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, সংস্কৃতিকর্মী মাশুকুল রহমান ঝুটন, শুভেচ্ছা বক্তব্যসহ বেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ। ধারণা পত্র পেশ করেন, ওয়েপ এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান রিপন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, কারার আব্দুর রশিদ, ইউ পি সদস্য নূরুল ইসলাম, প্রধান শিক্ষক দিল আফরোজ মুন্নি, ইউ পি সদস্য মোঃ নজরুল ইসলাম প্রমুখ । অনুষ্ঠান শেষে কারার শাহরিয়ার আহমেদ তুলিপ কে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট, নিকলী উপজেলা পরিবেশ সুরক্ষা কমিটি গঠন করা হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category