রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়া মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এক ব্যতিক্রমী উদ্যোগ

 সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৫০ Time View

কোভিড-১৯ এর বিস্তার রোধ এবং এ সংক্রান্ত ক্ষতিসাধিত জনসাধারণের জন্য তিনি এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি মিরপুর থানা এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, আসসালামু আলাইকুম মিরপুরবাসী। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে করোনা শনাক্তের হার এবং মৃত্যুর হার ক্রমবর্ধমান হওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী চলাচলে নিষেধাজ্ঞা (লকডাউন) বহাল রয়েছে! আমরা সবাই জানি কুষ্টিয়ার করোনা পরিস্থিতি একটি ভয়াবহ রূপ ধারণ করছে। কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম SP Kushtia মহোদয়ের নেতৃত্বে আমরা সবাই চেষ্টা করছি আপনাদেরকে ঘরে রাখার এবং আমাদের প্রচেষ্টার ফসল হিসেবে চাই আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমরা আপনাদের পাশে সবসময়ের জন্যই আছি। নিঃসংকোচে একটি কথা বলতে চাচ্ছি, অনেকেই আছেন যাদের দিন চলতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু চক্ষু লজ্জার ভয়ে বা মানুষ জানলে কি মনে করবে এমনটা ভাবছেন যার দরুন অন্যের নিকট সাহায্য চাইতে পারছেন না। আমার নিম্নোক্ত নম্বরে ফোন করলে আমরা আপনার বাসায় খাবার পৌঁছানোর ব্যবস্থা করবো, কথা দিচ্ছি তাদের নাম-পরিচয় একেবারেই গোপন থাকবে। পাশাপাশি এমন যদি কোন রোগী থেকে থাকেন যার সমস্যা গুরুতর এবং ঔষধ কেনার টাকা পর্যন্ত নেই, আমাদেরকে নিঃসংকোচে বললে আমরা ঔষধ সরবরাহ করার ব্যবস্থা করবো। সার্বিক প্রয়োজনে: ০১৩২০১৪৭২৭৯ গোলাম মোস্তফা অফিসার ইনচার্জ মিরপুর থানা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category