রবিবার, ০৫ মে ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রধানমন্ত্রীর উপহার পৌঁছেদিলেন উপঃ চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম

মোঃ ফারুক হোসেন মাটিরাঙ্গা
  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৮ Time View

ত্রাণ ও দূর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়ের দূর্যোগ ব্যবস্হাপনা খাগড়াছড়ি জেলা ত্রাণ অফিস ও জেলা প্রশাসন কৃর্তক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার খাদ্যসামগ্রী দূর্গম এলাকায় পৌঁছেদেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম। রোববার (১১জুলাই ) সকালে গুমতি ইউনিয়ন পরিষদের মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে গুমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃফারুক হোসেন লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার মানবিক সহায়তা খাদ্যসামগ্রী কর্মহীন অসহায় হতদরিদ্রদের মাঝে তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এ সময় গুমতি ইউনিয়ন পরিষদের দায়িত্বরত তদারকি কর্মকর্তা, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক সবুজ, গুমতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ভাগ্যধন ত্রিপুরা,গুমতি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃশাহাজাহান, গুমতি ইউনিয়ন পরিষদের সদস্য মো:ওসমান গনি,ইউনিয়ন পরিষদের সদস্য জয়নুল আবেদীন প্রমুখ। গুমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:ফারুক হোসেন লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী গুমতি ইউনিয়নের কর্মহীন অসহায় ও নিম্ন-আয়ের হতদরিদ্র ৩৫০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, ১০কেজি চাউল,১কেজি মশুর ডাল,আলু ২কেজি, তেল ১লিটার, পেয়াজ ১কেজি মিনি লাক্স ২টি লবন ১কেজি। প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম বলেন,বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে নিরাপদে সুস্থ্য রাখার জন্য সরকার কঠোর লকডাউন ঘোষনা করার পর গৃহবন্ধি হয়ে পড়া কর্মহীন অসহায় হত দরিদ্র মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার খাদ্যসামগ্রী অসহায় মানুষের মাঝে বিতরন করা হয়েছে। বর্তমান সরকার করোনা ভাইরাসের প্রথম ডেউ থেকে শুরু করে বর্তমান তৃতীয় ডেউতে ও কর্মহীন অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করার জন্য সবাইকে আহবান জানান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category