রবিবার, ০৫ মে ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

কাশিয়ানীতে দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ইউপি চেয়ারম্যানের খাদ্য সামগ্রী বিতরণ

 কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪১ Time View

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও সংক্রমণের হার বেড়ে যাওয়ায় অনেকটা নিরুপায় হয়েই গত ১ লা জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে এ সরকার যা বর্তমানে চলমান রয়েছে। গোপালগঞ্জে লকডাউন কার্যকরে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আর এতে সাময়িক অসুবিধায় পড়েছে দিন মজুর সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। সরকার লকডাউনে সাময়িক সমস্যায় থাকা জনসাধারণের কথা চিন্তা করে দেশের সমগ্র ইউনিয়নে খাদ্য সহায়তা প্রদান সহ সরকারি বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছেন। এছাড়া জনবান্ধব সরকার দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট নগদ এক লক্ষ টাকা আর্থিক সহায়তা পাঠিয়েছে। যাতে দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তা থেকে উপকৃত হতে পারে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের মানবিক চেয়ারম্যান ও জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মশিউর রহমান খান সেই এক লক্ষ টাকার সাথে ব্যক্তিগত নিজস্ব তহবিলের আরো কিছু টাকা যোগ করে কাশিয়ানী সদর ইউনিয়নের দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, বেদে সম্প্রদায়ের জনগোষ্ঠী, মোটর শ্রমিক, ঝালমুড়ি বিক্রেতা, নর-সুন্দর সহ ঋষি-মুচি সম্প্রদায়ের মোট ১৪০টি পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে খাদ্যসামগ্রী হাতে পেয়ে দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশ উপকৃত হয়েছেন বলে জানান, উপকারভোগীরা। উল্লেখ্য, করোনা (কোভিড -১৯) পরিস্থিতি বিবেচনায় শুরু থেকেই নিরলস ভাবে কাজ করে যাওয়া মানবিক ও সামাজিক এই জনপ্রতিনিধিকে এশিয়ান টিভির জরিপে গোপালগঞ্জের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। যা গোপালগঞ্জের জন্য সত্যিই গৌরবের বিষয় বটে। এ বিষয়ে কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান জানান, কাশিয়ানী ও মুকসুদপুরের উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি মহোদয় ও তাঁর সুযোগ্য কন্যা কানতারা কে খান এবং গোপালগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক শাহিদা সুলতানা স্যারের দিকনির্দেশনায় জনপ্রতিনিধি হিসেবে জনগণের জন্য কিছু করার চেষ্টা করেছি মাত্র। আমি অতীতেও জনগণের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও বিপদে-আপদে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আল্লাহ পাক আমাদের সকলকে করোনা মহামারী থেকে দ্রুত মুক্তি দান করুন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category