বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এআই ব্যবহার করে যেভাবে ফ্রিতে ছবি-ভিডিও এডিট করবেন ইনস্টাগ্রামে ভিডিও এডিটিংয়ে যেসব অ্যাপ ব্যবহার করবেন মাধ্যমিক বিদ্যালয় খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের দপ্তর সম্পাদক রিয়াজকে শোকজ ঝিনাইদহ-১ উপনির্বাচন : আ.লীগের মনোনয়ন কিনলেন ২৫ জন মসজিদ পরিষ্কার করছিলেন ইমাম, পুকুরে ডুবে ২ সন্তানের মৃত্যু ফরিদপুরে ২ সমবায় কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আগৈলঝাড়া রামশীল খাল থেকে নিখোঁজ হওয়া ১৮ মাসের বাঁচ্চার ভাসমান লাশ উদ্ধার নড়াইলে মাইজপাড়া ও কলোড়া ইউপি নির্বাচন-২০২৪ এর ভোটকেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার গরমে স্কুল বন্ধ রাখায় মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু

সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২১৪ Time View

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ জুন) সকালে রামগতি উপজেলার সোনাপুর-আলেকজান্ডার সড়কের নুরিয়া হাজিরহাট এলাকায় পিকআপ চাপায় আব্দুর রহিম (৪) নামের এক শিশু মারা যায়।

নিহত আব্দুর রাহিম উপজেলার চরআলগী ইউনিয়ন এর চর টবগী গ্রামের মোহাম্মদ শরিফ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে শিশুটিকে সাথে নিয়ে তার মা রাস্তায় হাঁটতে বের হয়। এ সময় দ্রুতগামী একটি পিক-আপ এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই শিশুটি মারা যায়। দুর্ঘটনার পর চালককে পিক-আপ সহ আটক করেছে স্থানীয়রা।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান ঘটনার শত্যতা নিশ্চিত করেন।

এদিকে, কমলনগরে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় মাজহারুল ইসলাম হৃদয় (২৫) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) দুপুরে উপজেলার রামগতি-লক্ষ্মীপুর সড়কের ফোরকানিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর পৌর বিএনপির দফতর সম্পাদক বাহার উদ্দিনের ছেলে।

তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের ওয়াজ উদ্দিন ভূঁইয়া বাড়ির বাসিন্দা। হৃদয় লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন। এছাড়া সম্প্রতি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে অস্থায়ী (চুক্তিভিত্তিক) লাইনম্যান হিসেবে কাজ করতেন। দায়িত্বরত অবস্থায় কমলনগরের হাজিরহাট বিদ্যুৎ অফিসে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হয় হৃদয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হৃদয়সহ দুইজন মোটরসাইকেলযোগে কমলনগরের হাজিরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন দিকে থেকে একটি যাত্রীবাহী লেগুনা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে হৃদয় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালীর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া মোটরসাইকেল চালক মো. শহিদুল আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি পল্লী বিদ্যুৎ সতিমির কমলনগরের হাজিরহাট অফিসে ল্যাইনম্যান হিসেবে কর্মরত আছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, লেগুনাটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category