বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

করোনা মোকাবেলায় হাত ধোয়ার বিকল্প নেই, বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২০০ Time View
মোঃ আল আমিন হোসেন ষ্টাফ রিপোর্টারঃ বিশ্ব হাত ধোয়া দিবস’২০২০ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন শ্রেনির মানুষের মাঝে হাত ধোয়ার নিয়মাবলী ও প্রশিক্ষণ দেয়া হয়। ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে ইউএনডিপি স্থানীয় ব্যাক্তিদের সাথে নিয়ে কোমলমতি শিশুদের মাঝে হাত ধোয়ার সঠিক নিয়মাবলী নিয়ে একটি প্রতিযোগিতার অায়োজন করে। হাত ধোয়ার প্রতিযোগিতায় ৩০জন শিশু অংশগ্রহন করে এবং ১ম,২য় ও ৩য় যারা হয়েছে তাদের জন্য বিশেষ পুরুস্কার প্রদান করা হয় এবং অন্যান্য প্রতিযোগীদের মাঝে শান্তনা পুরুস্কার হিসেবে সাবান দেয়া হয়। প্রতিযোগিতার শুরুতে হাত ধোয়ার নিয়ম সম্পর্কে প্রশিক্ষণ দেয় সামাজিক সংগঠন অক্ষয় অামরা’র উপদেষ্টা ও মানবাধিকার কর্মী মোঃ মাঈনুদ্দীন। উক্ত প্রোগ্রামে ভার্চুয়াল ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে অংশগ্রহন করেন চসিকের প্রশাসক খোরশেদ অালম সুজন, ইউএনডিপি, অাইইউপিসি’র টাউন ম্যানেজার সারওয়ার হোসেন খান, সোসিও ইকোনমিক এন্ড নিউট্রিশন এক্সপটি মোহাম্মাদ হানিফ, গর্ভনেন্স এন্ড মোবিলাইজেশন এক্সপার্ট জিয়াউর রহমান, এসঅাইএফ এক্সপার্ট সাইফুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্ষয় অামরা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি- মোঃ রুবেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোহরাব হোসেন বাপ্পি – কমিউনিটি অর্গানাইজার ইউএনডিপি-এলঅাই ইউপিসি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অারো উপস্থিত ছিলেন কমিউনিটি সোসিও ইকোনমিক এন্ড নিউট্রিশন ফ্যাসিলিটেটর মিনাক্ষী, অাকলিমা, সমিনা, পারভিন, তাসলিমা, কমিউনিটি ফ্যাসিলিটেটর তাহমিনা, ইপু, শাহানা প্রমুখ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category