বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

মোঃনাঈম হোসেন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ১৮৬ Time View

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার এলাকার ইউপি চেয়ারম্যান কাজী সবুজের বিরুদ্ধে এলাকায় মাদক দ্রব্য বিস্তার করা, কাজ না করে এল.জি.এস.পি-৩ প্রকল্পের সরকারী অর্থ লোপাট করা, বিনামূল্যের সরকারী গভীর নলকূপ অর্থ নিয়ে বিক্রি করা, দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০টাকা কেজি মূল্যের চাল কার্ড ধারীদের না দিয়ে কালো বাজারে বিক্রি করা সহ গ্রামবাসীদের শারীরিক ও মানষিক হেনস্থা করার অভিযোগে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ভূক্তভোগীরা।

মঙ্গলবার (এপ্রিল-২১) সকালে কমলাপুর বাজারে উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। এসব অভিযোগের তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছে বিক্ষোভকারীরা।

ভূক্তভোগী ইউনুস সরদার, জসিম কাজি, গোলাম মোল্লা সহ ১০/১২ জন গ্রামবাসী জানায় ‘ কাজী সবুজ সরকারী যে অর্থ লোপাট করেছে তা তার নিজ ও স্ত্রীর ব্যাংক একাউন্টে আছে। যা তদন্ত করলেই বেরিয়ে আসবে।

এ ব্যাপারে ডাসার ইউপি চেয়ারম্যান কাজী সবুজের সাথে মুঠো ফোনে জানতে চাইলে তা বন্ধ পাওয়া যায়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category