বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

শিবচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ১৫৭ Time View

মাদারীপুরের শিবচরের বাঁশকান্দিতে ঘর থেকে গৃহবধূ সাথী বেগমের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টায় উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর গ্রামে মামুন চৌকিদারের বাড়ি থেকে শিবচর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পরিবারের অভিযোগ, সাথীকে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

ঘটনার পর থেকে স্বামী মামুন চোকিদার পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে সাথী বেগমের স্বামী মামুন চোকিদার তার শ্বশুর বাড়িতে ফোন করে খবর দেন সাথী  ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে ভাই আনোয়ার হোসেন ও পরিবার লোকজন এসে সাথীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

স্থানীয় ও পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ভোর থেকেই স্বামী মামুন চোকিদার পলাতক রয়েছেন।

নিহত সাথী বেগম দুই ছেলে ও এক মেয়ের মা।

সাথীর ভাই আনোয়ার হোসেন বলেন, আমার বোনকে প্রায়ই যৌতুকের টাকার জন্য চাপ দিতো মামুন। মাঝে মাঝে অনেক মারধর করতো। এই নিয়ে কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। গত কয়েকদিন আগে ওকে মারলে আমরা ফরিদপুর মেডিকেলে ৩৬ হাজার টাকা ব্যয়ে ওর চিকিৎসা করাই। আজ আমার বোনকে মেরে ঘরে ঝুলিয়ে রাখছে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাথী বেগমকে হত্যা করে আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট পাওয়ার পরে স্পষ্টভাবে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category