সাভার আশুলিয়া থানা সমন্বয়ে সাভার উপজেলা ঢাকা- ১৯ সংসদীয় আসন এখানে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটবদ্ধ ভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়।
তারপর বিভিন্ন সময় আসন বন্টন ও বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য সৃষ্টি হলে জোট থেকে ইসলামী আন্দোলনসহ দুই একটি দল বেরিয়ে যাওয়ার সংবাদ প্রকাশ হয়। জোটের পক্ষ থেকে চূড়ান্ত আসন ঘোষণার পূর্বে কয়েকবার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ একমত হতে না পারার কারণে চূড়ান্ত আসন ঘোষণা করতে বারবার তারিখ পরিবর্তন করা হয়।
সর্বশেষ গতকাল ১১ দলীয় জোটের পক্ষ থেকে বিভিন্ন আসনের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করে। এতে এতদিন ঢাকা ১৯ আসনে জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আফজাল হোসাইন এর নাম ঘোষণা করা হয়েছিল কিন্তু গতকাল রাতে জোটের পক্ষ থেকে ঢাকা – ১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির প্রার্থী দিলশানা পারুল এর নাম ঘোষণা করা হলে সাভার ও আশুলিয়া জুড়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা।
এখন পর্যন্ত প্রকাশ্যে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ কোন কথা না বললেও সাধারণ জামাত-শিবির কর্মীদের তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। এসময় জামায়াত ও শিবির কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আফজাল হোসাইন অত্র অঞ্চলে ব্যাপক জনপ্রিয় ব্যক্তি।
আসন্ন নির্বাচনে তার বিজয়ের সম্ভাবনা ছিলো এবং তিনি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে জামায়াতে ইসলামের প্রার্থীর পরিবর্তে এই আসনে এনসিপির প্রার্থী দেয়াটা সম্পূর্ণ অযৌক্তিক। এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা আফজাল হোসাইন এর মন্তব্য জানতে তার মুঠোফোন একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
মন্তব্য করুন