
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১ ডিসেম্বর) রাত গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তবে ঠিক কবে দেশে ফিরবেন, তা বিস্তারিত জানানো হয়নি।
তারেক রহমান ২০০৮ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান এবং তারপর থেকে সেখানে অবস্থান করছেন। তার বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা ছিল, যাদের মধ্যে পাঁচটি মামলায় সাজাও হয়েছিল। বিএনপির দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর পরিস্থিতির পরিবর্তনে আদালতের মাধ্যমে একে একে সব মামলা থেকে তিনি মুক্তি পান।
সালাহউদ্দিন আহমদ বলেন, বৈঠকটি নিয়মিত মিটিং ছিল। এতে রাজনৈতিক ও নির্বাচনী কৌশল এবং প্রচার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেছেন তারেক রহমান।
মন্তব্য করুন