
ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনের জন্য জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাসে ভোটারদের কাছে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি স্ট্যাটাসে উল্লেখ করেছেন, “প্রিয় ভাই-বোনেরা, ঢাকা-১৯ আসনের প্রতিটি মানুষ এবং পরিবারের সুখ–দুঃখের সঙ্গে আমি দীর্ঘদিন নিজেকে গভীরভাবে সম্পৃক্ত রেখেছি। আপনাদের অশেষ ভালোবাসা, আস্থা এবং দোয়ার কারণে আমি এই আসনে প্রার্থী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।”
ফেসবুক স্ট্যাটাস দেখুন : https://www.facebook.com/share/p/1Brdpu6MXf/
মাওলানা আফজাল হোসাইন জানান, ১০ দলের নির্বাচনী জোটের অংশ হিসেবে ঢাকা-১৯ আসন থেকে তার মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। তিনি এ সিদ্ধান্তকে ব্যক্তিগত দুর্বলতা বা ব্যর্থতা হিসেবে দেখার অনুরোধ করেননি, বরং এটিকে বৃহত্তর ঐক্য, পরিকল্পনা এবং ইসলামী আন্দোলনের সুদৃঢ়তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উপস্থাপন করেছেন।
তিনি আরও বলেন, “আমাদের এই ত্যাগ কোনো আপস নয়। আসনের চেয়ে আন্দোলন, ব্যক্তির চেয়ে আদর্শ এবং স্বল্পমেয়াদি প্রাপ্তির চেয়ে জাতির ভবিষ্যতকে প্রাধান্য দেওয়ার নামই এই সিদ্ধান্ত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—বিজয় ও কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে জরুরি।”
মাওলানা আফজাল হোসাইন শেষ করেছেন, “দেশে ও প্রবাসে যারা ন্যায়, ইনসাফ এবং ইসলামী মূল্যবোধের জন্য কাজ করছেন, আমি তাদের পাশে আছি এবং থাকব। আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের ঐক্যকে শক্তিশালী করুন। আমিন।”
মন্তব্য করুন