শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পানি উন্নয়নের জায়গায় অবৈধ স্থাপনা নির্মান, সরেজমিনে পানি উন্নয়ন কর্মকর্তা ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের লক্ষ নিয়ে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্ট অফ লিভিং প্রজেক্ট বাস্তবায় গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতের খুনিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন হিন্দুদের নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন লোহাগড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত লোহাগড়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের চাপায় ১ জন নিহত ছয়তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার ক্লাস চলাকালীন বিদ্যালয়ে আগুণ! পুড়ে গেছে দুটি শ্রেণীকক্ষ

সাকিবের কলকাতার ১০ রানে জয়

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৬৬ Time View
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
ব্যাট-বল হাতে ম্যাচে পারফর্মের সুযোগ পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসাব। চেন্নাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান জড়ো করে কলকাতা।
দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান আসে নিতিশ রানার ব্যাট থেকে। ৫৬ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৯টি চার ও ৪টি ছক্কা। এছাড়া রাহুল ত্রিপাঠি ২৯ বলে ৫৩ ও দীনেশ কার্তিক ৯ বলে অপরাজিত ২২ রান করেন।
শেষদিকে ব্যাট হাতে নেমে ৫ বলে ৩ রান করে ইনিংসের শেষ বলে আউট হন সাকিব। হায়দরাবাদের পক্ষে দুই আফগান রশিদ খান ও মোহাম্মদ নবী শিকার করেন দুটি করে উইকেট। জয়ের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারে অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে হারায় হায়দরাবাদ।
তৃতীয় ওভারের প্রথম বলে সাকিব সাজঘরে ফেরান ঋদ্ধিমান সাহাকে, নিজের প্রথম বলেই বোল্ড করে। এরপর অবশ্য সাকিব মোট ৩৪ রান বিলি কএছেন ৪ ওভারে, আর কোনো উইকেটের দেখা পাননি।
তবে দ্বিতীয় উইকেটের পতন ঘটিয়ে দলকে এনে দেন জয়ের মোমেন্টাম। ৪০ বলে ৫৫ রান করে সাজঘরে ফেরার আগে বেয়ারস্টো দলের জয়ের আশার ফানুশ নিয়ে যান অনন্য উচ্চতায়।
এরপর কলকাতাকে ভুগিয়েছেন মনিশ পাণ্ডে। অর্ধশতক পূর্ণ করে দলকে জয় এনে দেওয়ার আপ্রাণ চেষ্টাও করেছেন। তবে সফল হননি। শেষ ওভারে হায়দরাবাদের প্রয়োজন ছিল ২২ রান।
মনিশরা নিতে পেরেছেন ১১ রান। ফলে বরণ করে নিতে হয় ১০ রানের পরাজয়। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৭৭ রান। ৪৪ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন ২টি চার ও ৩টি ছক্কা হাঁকানো মনিশ।
সংক্ষিপ্ত স্কোর টস : সানরাইজার্স হায়দরাবাদ কলকাতা নাইট রাইডার্স : ১৮৭/৬ (২০ ওভার) রানা ৮০, ত্রিপাঠি ৫৩, কার্তিক ২২, সাকিব ৩ রশিদ ২৪/২, নবী ৩২/২ নটরাজন ৩৭/১ সানরাইজার্স হায়দরাবাদ : ১৭৭/৫ (২০ ওভার) মনিশ ৬১*, বেয়ারস্টো ৫৫ প্রসিধ ৩৫/২, কামিন্স ৩০/১, রাসেল ২১/১, সাকিব ৩৪/১ ফল : কলকাতা নাইট রাইডার্স ১০ রানে জয়ী।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category