শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পানি উন্নয়নের জায়গায় অবৈধ স্থাপনা নির্মান, সরেজমিনে পানি উন্নয়ন কর্মকর্তা ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের লক্ষ নিয়ে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্ট অফ লিভিং প্রজেক্ট বাস্তবায় গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতের খুনিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন হিন্দুদের নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন লোহাগড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত লোহাগড়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের চাপায় ১ জন নিহত ছয়তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার ক্লাস চলাকালীন বিদ্যালয়ে আগুণ! পুড়ে গেছে দুটি শ্রেণীকক্ষ

চিতলমারীর খাসেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৭ Time View

 রণিকা বসু(মাধুরী) বিশেষ প্রতিনিধি:

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার খাসেরহাট বাজারে তিনটি দোকানওএকটা বসতঘর পুড়ে ছাই। প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি। প্রতক্ষ সূত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত আনুমানিক দুই ঘটিকা সময় মশাড় কয়েল অথবা বৈদ্যুতিক সটসার্কিটের কারনে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারনা করছে৷।

খাসেরহাট বাজারের কেন্দ্রে অবস্থিত এ তিনটি দোকান ও একটি বসতঘর। প্রাথমিক ভাবে জানা যায়, তিনটি দোকানের একটি বিকাশ বড়াল নামে এক ব্যবসায়ীর। তিনি সার , কীটনাশক , খৈল, ভূসির ব্যবসা করেন। তার দোকানের ঘর সহ সমস্ত মালামাল ভষ্মীভূত। নগদ অর্থসহ তার প্রায় আনুমানিক আশি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এখন দিশেহারা হয়ে পড়েছে। অন্য দোকানগুলোর মধ্যে একটি শেফালী মন্ডল নামে এক মহিলার। প্রায় ১০ বছর আগে তার স্বামী মারা যায়। এক ছেলে ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক মেয়ে নিয়ে তিনি দোকানের সাথে মিলানো ঘরে বসবাস করেন। এখানে তিনি দর্জী কাজ করেন ও সিট কাপড় ও শাড়ী কাপড় বিক্রি করেন। এ অগ্নিকাণ্ডে তার প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সব কিছু হারিয়ে তিনি এখন পাগল প্রায়। এছাড়া অন্য দোকান মালিক ফনিভুষন মজুমদার নামে এক জনের। তার ঘরে দুলাল নামে এক লোক গামছা লুঙ্গির ব্যবসা করতেন। এতে তার ও প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে , স্থানীয় লোকজন জানান, তারা ফায়ার সার্ভিসে খবর দিয়েছিলেন, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সব পুড়ে ছাই হয়েছে। তাই সব কিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দিশেহারা। খবর পেয়ে ঐ রাতেই চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মারুফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্তনা দেন। এবং তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category