রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সহ-সভাপতি মাহবুব বহিষ্কার নরসিংদীতে রেলওয়ে পুলিশ ফাঁড়ির পিছনে সরকারি গাছ কেটে জমি দখল করার অভিযোগ বগুড়ায় হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যু নাটোরের সিংড়ায় পুলিশের অভিযানে মটরসাইকেল উদ্ধার ও আটক ২ পানি উন্নয়নের জায়গায় অবৈধ স্থাপনা নির্মান, সরেজমিনে পানি উন্নয়ন কর্মকর্তা ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের লক্ষ নিয়ে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্ট অফ লিভিং প্রজেক্ট বাস্তবায় গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতের খুনিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন হিন্দুদের নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন লোহাগড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত

পেকুয়ায় জমিতে অবৈধভাবে মাটি কাটায় বাধাঁ দেওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তের হামলায় মহিলাসহ আহত ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ১০৮ Time View

 পেকুয়া প্রতিনিধি

কক্সবাজরের পেকুয়ায় দুর্বৃত্তের হামলায় মহিলাসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার উত্তর মেহেরনামার পূর্বপাশে হাসেঁরকাটা বিল নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, একই এলাকার নাদের হোসেনের ছেলে মোজাফ্ফর হোসেন (৪০) ও মিনার উদ্দিন(২০), মৃত সাব্বির আহমদের ছেলে শহিদুল ইসলাম(৪৮), মৃত নুরুল হকের স্ত্রী ফাতেমা বেগম(৭০)। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বুধবার সকালে পেকুয়া উপজেলার উত্তর মেহেরনামার পূর্বপাশে হাঁসেরকাটা বিল এলাকায় মোজাফ্ফরের নিজ ভোগদখলীয় জমিতে একই এলাকার পুতুন আলীর ছেলে দিদারুল ইসলাম জোর পূর্বক মাটি কাটতে আসে। খরব পেয়ে মোজাফ্ফর হোসেন ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার মূল হোতা দিদারুল ইসলামকে মাটি কাটতে নিষেধ করার দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দিদারুল ইসলামের ভাড়াটিয়া সামশুল আলমের ছেলে নেজাম উদ্দিন, মৃত এয়াকুব আলীর ছেলে শামশুল আলম, মৃত নুরুচ্ছফার ছেলে সেলিমসহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধদল অস্ত্র-শস্ত্রে সজ্জ্বিত হয়ে মোজাফ্ফরের উপর হামলা চালায়। এদিকে খবর পেয়ে মোজাফ্ফরের পরিবারের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীদল তাদেরকে ও মারধর করে। ঘটনার এক পর্যায়ে মূল হোতা দিদারুল ইসলামের সন্ত্রাসী বাহিনীর হাতে মহিলাসহ ৪জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। মোজাফ্ফর হোসেনের আবস্থা আশংকা জনক হওয়ায় কর্মরত চিকিৎসক তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতের ছোট ভাই দুলাল জানান, ঘটনার দিন একই এলাকার দিদারুল ইসলাম আমার ভাই মোজাফ্ফার হোসেনের ভোগদখলীয় জমিতে অবৈধ ভাবে মাঠি কাটতে আসে। আমার ভাই গিয়ে তাঁদের বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরতর আহত হয়। এরা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যার উদ্দ্যেশে হামলা করেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে নারী নির্যাতন, দখল- বেদখল, হত্যা ও নাশকতার মামলা ও রয়েছে। এবিষয়ে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যাইনি। অভিযোগ পাওয়া গেলে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category