রবিবার, ১৯ মে ২০২৪, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সহ-সভাপতি মাহবুব বহিষ্কার নরসিংদীতে রেলওয়ে পুলিশ ফাঁড়ির পিছনে সরকারি গাছ কেটে জমি দখল করার অভিযোগ বগুড়ায় হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যু নাটোরের সিংড়ায় পুলিশের অভিযানে মটরসাইকেল উদ্ধার ও আটক ২ পানি উন্নয়নের জায়গায় অবৈধ স্থাপনা নির্মান, সরেজমিনে পানি উন্নয়ন কর্মকর্তা ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের লক্ষ নিয়ে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্ট অফ লিভিং প্রজেক্ট বাস্তবায় গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতের খুনিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন হিন্দুদের নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন লোহাগড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত

৩০ ডিসেম্বর টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ Time View

আগামী ৩০ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ও কোটালীপাড়ায় নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জনসভায় দু’টিতে যোগ দিয়ে নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

জনসভা সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া কোটালীপাড়ায় সাজসাজ রব বিরাজ করছে।

নেতা কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার টানানো হয়েছে। নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দলীয় সূত্রে জানাগেছে, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-০৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদ্বন্দিতা করছেন। প্রধামন্ত্রী শেখ হসিনা বরিশালের জনসভা শেষে করে ২৯ ডিসেম্বর টুঙ্গিপাড়ার নিজ বাড়ীতে রাত্রী যাপন করবেন। ৩০ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী।

এদিন তিনি সকালে টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরকারী শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ও দুপুরে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে জনসভা স্থলে মঞ্চ তৈরীসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোটালীপাড়ায় এরআগে জনসভা করলেও টুঙ্গিপাড়ায় ২০০১ সালের পর নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভাস্থলে মঞ্চ তৈরীসহ সকল প্রস্তুতির কায্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর চাচা ও শেখ পরিবারের বয়োজেষ্ঠ্য সদস্য শেখ কবির হোসেন। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট দিয়ে শেখ হাসিনাকে সংসদ সদস্য নির্বাচিত করে প্রধানমন্ত্রী করতে অধির আগ্রহে রয়েছে ভোটাররা। এ সফরে ঘরের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখেতে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী ও সাধারন মানুষের মাঝে।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা জানান, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলা ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার জনসভায় যোগ দিবেন। এ জন্য সভায় লক্ষাধিক মানুষ যোগ দিবেন। সেজন্য জেলা ছাত্রলীগ প্রচার প্রচারনা চালিয়েছ।

টু্ঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ বলেন,৩০ ডিসেম্বর সকালে টুঙ্গিপাড়া সরকারী শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় ভাষন দেবেন ।

জনসভা স্থলে মঞ্চ তৈরীসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । এ সভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আমরা ধারণা করছি । এ সফরে ঘরের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখেতে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে।

কোটালীপাড়া উপজেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বর দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ইতমধ্যে আমরা প্রস্তুতি সভা করেছি।

জনসভা স্থলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কোটালীপাড়া নবরূপে সেজেছে। নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটালীপাড়াবাসী। প্রধানমন্ত্রীর চাচা ও শেখ পরিবারের বয়োজেষ্ঠ্য সদস্য শেখ কবির হোসেন বলেন, দুই স্থানে প্রধানমন্ত্রীর জনসভা স্থল পরিদর্শন করা হয়েছে।

জনসভাস্থলের সকল কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে মঞ্চ তৈরী হয় সকল কাজ সম্পন্ন হয়েছে। আমরা মরে করছি এ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠবে। এ মাঠে ধারন ক্ষমতার বাইরেও মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে আসবে।

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট দিয়ে শেখ হাসিনাকে সংসদ সদস্য নির্বাচিত করে প্রধানমন্ত্রী করতে অধির আগ্রহে রয়েছে ভোটাররা। উল্লেখ্য এ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮৬ সাল থেকে নির্বাচন করছেন। তিনি এ পর্যন্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ৮ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হতে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসন থেকে ভোট করছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category