নিউজ ডেস্ক
শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ বেকার ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিবিডিপিএ) এবং বাংলাদেশ ডিপ্লোমা ফার্মেসি স্টুডেন্ট এসোসিয়েশন (বিডিপিএসএ)এর উদ্যোগে র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে র্্যালিটি হাসপাতালের বহিঃ বিভাগ থেকে শুরু করে শহরের জাদুঘর মোড় হয়ে ফায়ার সার্ভিস দিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে ফার্মাসিস্ট দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, (বিবিডিপিএ) রাজশাহী বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি মোঃ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম এবং প্রচার সম্পাদক জাকির হোসেন। এছাড়ও স্টুডেন্টের পক্ষে বক্তব্য রাখেন (বিবিডিপিএসএ) সভাপতি নয়ন কারিগর এবং সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান সহ আরও প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা রয়েছে। আর স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টরা যথেষ্ট ভূমিকা পালন করেন। বিধায় ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করণের জন্য ফার্মাসিস্টদের অগ্রণী ভূমিকা অপরিসীম।
Leave a Reply