শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
পানি উন্নয়নের জায়গায় অবৈধ স্থাপনা নির্মান, সরেজমিনে পানি উন্নয়ন কর্মকর্তা ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের লক্ষ নিয়ে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্ট অফ লিভিং প্রজেক্ট বাস্তবায় গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতের খুনিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন হিন্দুদের নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন লোহাগড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত লোহাগড়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের চাপায় ১ জন নিহত ছয়তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার ক্লাস চলাকালীন বিদ্যালয়ে আগুণ! পুড়ে গেছে দুটি শ্রেণীকক্ষ

পেকুয়ায় ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহয়তার ত্রাণ বিতরণ

 রেজাউল করিম
  • Update Time : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৫৬ Time View

কক্সবাজারের পেকুয়ায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল (জি আর, ভি জি এফ) ও জেলে ভাতার ৩০ কেজি করে তুলে দিয়েছেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। রবিবার (১৮জুলাই) সকাল ৯ টায় মগনামা ইউনিয়ন পরিষদ মাঠে ৩৮ শতের অধিক পরিবারের মাঝে সরকার হতে প্রাপ্ত বরাদ্ধ ৩২ মেট্রিক টন ও নিজ অর্থায়নে ২ মেট্রিকটনসহ ৩৪ মেট্রিক টন চাল বিতরণ করেন মগনামার মানবিক চেয়ারম্যান আলহাজ্ব শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। এ চাল বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধি-দফতরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনুল হাসান। করোনা ভাইরাস সংক্রমণ পাল্লা দিয়ে বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দিন মজুরদের জন্য এবং ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নানা শ্রেণি ও পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পেকুয়া উপজেলা প্রসাশনের মাধ্যমে এই চাল উপজেলার ৭ টি ইউনিয়নের ন্যায় মগনামা ইউনিয়নেও বরাদ্ধ দেয়া হয়। কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের মানুষের প্রতিজনকে ১০ কেজি ও জেলেদেরকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, মগনামা ইউনিয়ন পরিষদের সচিব অনীল কান্তি সুশীল, সদস্য ও সদস্যাদের মধ্যে মোহাম্মদ শাহেদ,নুর মোহাম্মদ বদ, এম জাইদুল হক,নুরুল আজিম,নুর মোহাম্মদ মাদু, জসিম উদ্দিন,হামিদা আকতার,ফারজানা মুন্নি,দফাদার আলমগীর,আওয়ামী লীগ নেতা মোঃ আবদুল কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চাল বিতরণ উদ্বোধন কালে ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কর্মহীন হওয়া অসহায় মানুষের দুঃখ লাগবের জন্য এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও গরীব দরদী মানবতার “মা” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে চকরিয়া-পেকুয়ার জনবান্ধব নেতা মাননীয় সাংসদ আলহাজ্ব জাফর আলমের সহযোগিতায় সামান্য সহায়তা হিসাবে সাধারণ ত্রাণ ( জি আর, ভি জি এফ, ও জেলে ভাতার) সর্বমোট মেট্রিক ৩২ মেট্রিক টন চাল উপহার পাঠিয়েছেন। তিনি আরো বলেন, করোনার ভাইরাসের এই অসহনীয় পরিস্থিতিতে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে সকলের কাছে অনুরোধ জানান। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধান করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহবান জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category