শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

অনিক দেওয়ানের স্বপ্ন কবি হবার

মোঃআসাদুল্লাহ,স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৮১ Time View

মোঃ অনিক দেওয়ান এর জন্ম চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা দরগাপাড়া গ্রামের মোঃ আজিম দেওয়ানের ছেলে।

ছোটবেলা থেকেই পড়ালেখার পাশাপাশি নিজের দেশের মানুষ ও প্রকৃতি এবং সংস্কৃতির প্রতি গভীর অনুভূতি ও আনুরাগ ছিল, দুই বছর সময় থেকেই লেখালেখি করেন,

আঁখি মনির কবিতা থেকে সূতপাত হয় অনিক দেওয়ানের কবিতা লেখালেখি করা, আঁখি মনির কবিতা দেখে তখন থেকে ভাবেন তিনিও কবিতা লেখালেখি করবেন আর সেই থেকে শুরু করেন লেখালেখি।

অনিক দেওয়ান বিভিন্ন বিষয় নিয়ে মুহূর্তের মধ্যে কবিতা লিখতে পারেন যা মানুষকে চমক লাগিয়ে দেন তিনি,ধীরে ধীরে লেখালেখির উন্নতি ঘটালে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই তরুণ কবি মোঃ অনিক দেওয়ান।

অনিক দেওয়ান বিভিন্ন ছবির উপর ভিত্তি করে কবিতা লেখেন, প্রকৃতি নিয়ে কবিতা লেখেন,বিভিন্ন মানুষকে নিয়ে কবিতা লেখেন,ভালোবাসা সম্পর্ক নিয়ে কবিতা লেখেন,

নিজ জেলাকে নিয়ে কবিতা লেখেন যা এইসব কবিতা পড়ে পাঠকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই তরুণ কবি, অনিক দেওয়ান অল্প সময়ের মধ্যে তার কবিতার প্রতিভা বিকাশ ঘটিয়ে মানুষের কাছে এখন কবি নামে পরিচিত।

অনিক দেওয়ানের কবিতা ১৯আগস্ট২০২০ সালে ( নবাব বার্তা) অনলাইন নিউজ পোর্টালে প্রথম প্রকাশিত হলে পাঠকের বেশ সাড়া পান এই তরুণ কবি, একেক পর এক কবিতা পোস্ট করে মানুষের হৃদয়ে ছুঁয়ে নেন তরুণ কবি, অনিক দেওয়ান এর কবিতা বেশ উন্নতি ঘটালে বিভিন্ন গণমাধ্যমে একাধিক কবিতা প্রকাশিত রয়েছে,

চাঁপাই দর্পণ পত্রিকা, চাঁপাইচিত্র পত্রিকা,আলোর দিগন্ত পত্রিকা, মত প্রকাশ পত্রিকা,রাজশাহী বার্তা অনলাইন পত্রিকা, এসএনবি অনলাইন পত্রিকা,প্রতিদিনের সমচার অনলাইন পত্রিকা, গৌড় বার্তা অনলাইন পত্রিকা,দেশ সময় অনলাইন পত্রিকা, দৈনিক চাঁপাই কণ্ঠ অনলাইন পত্রিকা, গ্রামীণ সংবাদ২৪ অনলাইন পত্রিকা,নিউজ২৪ বাংলা অনলাইন পত্রিকা,দৈনিক আত্রাই অনলাইন পত্রিকা, আলোকিত ভোরের বার্তা অনলাইন পত্রিকা,আমার চাঁপাই অনলাইন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় একাধিক কবিতা অনিক দেওয়ানের প্রকাশিত রয়েছে এবং কি গত বছরে অমর একুশে বইমেলায় সত্যের জাগরণ যৌথ্যকাব্য বইয়ে অনিক দেওয়ান এর কবিতা প্রকাশিত হয়েছে।

অনিক দেওয়ান জানান:আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করি নিজেকে তৈরি করার জন্য, হঠাৎ করে আমি এই সাহিত্যর জগৎতে এসে মানুষের কাছে অনেক সন্মান ও ভালোবাসা পেয়েছি যা এখন আমার একটাই স্বপ্ন একজন কবির মত কবি হবার, আমি ভালো কিছু প্রশিক্ষণ পেলে লেখালেখির আরও উন্নতি ঘটাতে পারবো

চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য সুনাম বয়ে আনতে পারবো এটা আমার আত্মবিশ্বাস,আর সকলের কাছে আমার একটাই চাওয়া আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন উৎসাহিত দিবেন আপনাদের জন্য সেরা কিছু উপহার দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category