বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

দামুড়হুদায় আগাম জাতের ইরি-বোরো ধান কাটার উৎসব শুরু

দামুড়হুদা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১৯২ Time View

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় আগাম জাতের ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। আজ ১৯ শে এপ্রিল সোমবার সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলায় ইরি-বোরো ধান কাটার উদ্বোধন করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান।

দামুড়হুদা উপজেলায় পুরোদমে মাড়াইপর্ব শুরু হতে আরও দুই-এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার উপজেলায় চলতি মৌসুমে জমিতে প্রচুর পরিমানে ইরি-বোরো ধানের আবাদ হয়েছে ও উৎপাদন লক্ষ্যমাত্রাও আশাবাদী কৃষকরা।

এদিকে ফলন ভালো হলেও, ধানের ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় রয়েছে কৃষক। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান মনি বলেন, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন গ্রামের জমিতে ইরি বোরো ধানের আবাদ হয়েছে।

আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণও আশানুরূপ ধরা হয়েছে।আজ থেকে উপজেলায় আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে।

লকডাউন চলাকালীন সময়েও শ্রমিক সংকট তেমন একটা নেই, আগামী এক সপ্তাহের মধ্যেই পুরোদমে বোরো ধান কাটা শুরু হবে। ধানের ফলন ভালো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এবার সবকিছু ঠিক থাকলে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে না পড়লে লক্ষ্যমাত্রার বেশি ধান উৎপাদন হবে।

তিনি আরও জানান,দামুড়হুদা উপজেলায় ধান কাটা এবং মাড়াইয়ের জন্য হারভেস্টার মেশিন ও ধান কাটার জন্য রিপার মেশিন রয়েছে।

এসব মেশিন দিয়ে চাষীরা তাদের ধান সহজেই কাটতে পারবের, শ্রমিক সংকটও তেমন একটা হবে না। উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কৃষি বিভাগের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে কৃষকের সুবিধা-অসুবিধা দেখছেন এবং সমস্যা সমাধান করছেন বলেও জানান তিনি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category