শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি উন্নয়নের জায়গায় অবৈধ স্থাপনা নির্মান, সরেজমিনে পানি উন্নয়ন কর্মকর্তা ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের লক্ষ নিয়ে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্ট অফ লিভিং প্রজেক্ট বাস্তবায় গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতের খুনিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন হিন্দুদের নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন লোহাগড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত লোহাগড়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের চাপায় ১ জন নিহত ছয়তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার ক্লাস চলাকালীন বিদ্যালয়ে আগুণ! পুড়ে গেছে দুটি শ্রেণীকক্ষ

সৌন্দর্যের রহস্য লুকিয়ে রয়েছে কয়লায়, জেনে নিন আজই

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ১৯০ Time View

কয়লা মানেই কালি। কয়লা মানেই কালো। কিন্তু সেই কয়লাই আপনার রূপের জৌলুস খুলে দিতে পারে সেটা জানেন কি? রূপচর্চার বাজারে কয়লার ভালো দর ছিল একটা সময়ে। তবে কেমিক্যাল প্রোডাক্টের বাজারে তার জায়গা মাঝখানে অনেকটাই পিছিয়ে গিয়েছিলো। তবে নিজ ক্যারিশ্মাতেই আবার তা সামনের সারিতে চলে এসেছে।

কেমিক্যাল প্রোডাক্টের মিথ্যে দাপটে যদি আপনার ত্বক পালাবার পথ খোঁজে, তা হলে শেষ আশ্রয় হলো চারকোল বা কয়লা। এক মাস টানা চারকোল দেওয়া প্রোডাক্ট ব্যবহার করলে হাতেনাতে মিলবে ফল।

 

নিজের ওজনের থেকে ১০০ থেকে ২০০ গুণ বেশি ওজনের ময়লা ও নোংরা ত্বক থেকে শোষণ করতে পারে এক একটা চারকোল কণা। গায়ের দুর্গন্ধ তাড়াতেও আবার খুব ভালো কাজ করে এটি। চারকোলের গুণে সময়কে আটকে রাখতে পারবেন ত্বকে। শরীর থেকে টক্সিন এবং ক্ষতিকর রাসয়ানিক পদার্থ দূর করে আলাদা জেল্লা দেয় ত্বকে। ডাক্তার এবং রূপ বিশেষজ্ঞরা তাই আজকাল প্রায়শই এমন ক্রিম, ফেস ওয়াশ বা ফেস প্যাক ব্যবহার করতে বলেন যার মধ্যে রয়েছে চারকোল। কী কী উপায়ে এটি ব্যবহার করতে পারেন তার উদাহরণ দেওয়া হলো নিচে।

১. ফেস ওয়াশ: এখন বাজারে একটার পর একটা ফেস ওয়াশ এসে ভিড় করছে। সেখানে শুধুই চারকোলের ছড়াছড়ি। সব ধরনের ত্বকে অ্যাকনে আর পিগমেন্টেশন আটকাতে এটি এতো ভালো কাজ দেয় যে সবার পছন্দের তালিকায় এখন এক নম্বরে কয়লার কণা মেশানো ফেস ওয়াশ রয়েছে। এমন কার্যকরী ফেস ওয়াশের সম্ভার পেতে রইলো একটি লিংক। এখানে ক্লিক করলে পাবেন নিজে চোখে দেখে পছন্দ করতে। দেখুন সেই লিংক।

 

২. সাবান: স্নানের সময় নিয়মিত চারকোল দেওয়া সাবান ব্যবহার করলে ত্বকের বহু সমস্যা, ‌ফুসকুড়ি খুব সহজেই চলে যাবে। আবার ঘামের দুর্গন্ধ থাকলে সেটাও নিমেষে চলে যাবে।

৩. টুথপেস্ট: টুথপেস্টে চারকোল থাকা মানে আপনার মাড়ি থাকবে একেবারে সুরক্ষিত। দূর হবে দাঁতের হলদেটে ভাব।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category