শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পানি উন্নয়নের জায়গায় অবৈধ স্থাপনা নির্মান, সরেজমিনে পানি উন্নয়ন কর্মকর্তা ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের লক্ষ নিয়ে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্ট অফ লিভিং প্রজেক্ট বাস্তবায় গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতের খুনিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন হিন্দুদের নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন লোহাগড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত লোহাগড়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের চাপায় ১ জন নিহত ছয়তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার ক্লাস চলাকালীন বিদ্যালয়ে আগুণ! পুড়ে গেছে দুটি শ্রেণীকক্ষ

মাটিরাঙ্গায় নিরীহ বাঙ্গালী চাষিদের উপর উপজাতি সন্ত্রাসীদের হামলা ও গুলি বর্ষণ

মোঃ ফারুক হোসেন মাটিরাঙ্গা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ১৫৯ Time View

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ে বাঙ্গালী চাষিরা তাঁদের নিজেস্ব জমিতে হলুদ, কচু চাষাবাদের জন্য গেলে উপজাতি সশস্ত্র অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের ধড়ে বেধরক মারধর করে, চাষিদের উপর চালায় অমানবিক নির্যাতন, পরে হত্যার উদ্দেশ্য তাদের উপর গুলি চালায় এতে এক কৃষক গুলি বৃদ্ধ হয়।আহত হয় অর্ধশতাধিক।

রবিবার(৪এপ্রিল) দুপুর ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের শুকনাছড়ি লাইফু কুমার কার্বারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ মনির(৩০)কে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এবং গুরুতর আহতদের মধ্যে ১০ থেকে ১২ জনকে চিকিৎসার জন্য সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে ভর্তি করা হয়। আহত ব্যক্তী মোঃ শাহজালাল বলেন, আমরা আমাদের নিজস্ব টিলা ভূমিতে কচু চাষ করার জন্য কাজ করছি তখন কয়েকজন পাহাড়ি সন্ত্রাসী খাগী পোষাক পড়া হাতে লাঠি কাঁধে অস্ত্র নিয়ে এসে আমাদেরকে বলছে আমরা পাহাড়ে আসছি কেন, আর কোনদিন পাহাড়ে আসবি না,তখন আমরা বল্লাম আমরা আমাদের নিজস্ব জমিতে আসবো নাতো কে আসবে, আমরা যদি কৃষি কাজ না করি তাহলে আমাদের পরিবার কী করে চলবে,তখন ঐ পাহাড়ি সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়, আমরা নিরুপায় হয়ে চিৎকার করতে থাকি তখন আমাদের উপর গুলি চালায়,গুলির শব্দ শুনে অন্যান্য চাষিরা এদিক সেদিক ছোটাছুটি করলে তখন আরও বেশি গুলি করে। আমরা নিরীহ বাঙ্গালী খেটে খাওয়া মানুষ কৃষি কাজ করে কোন রকম সংসার চালাই, আমারা প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা চাই।

এ ঘটনায় এলাকায় জন সাধারনের মনে আতঙ্ক বিরাজ করছে,তাইন্দং-তবলছড়ি এলাকার জনসাধারণ দীর্ঘদিন ধরে এই উপজাতি সন্ত্রাসীদের দ্বারা নিরীহ বাঙ্গালী নির্যাতিত নিপীড়িত অতীতেও এমন অনেক ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী, তারা প্রাসাশনের কাছে নিরাপত্তা নিশ্চিত পূর্বক এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান।

হামলা নির্যাতন থেকে রক্ষা ও নিরাপত্তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।, এ বিষয়ে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনাটি খুবই দুঃখ জনকও অনাকাঙ্ক্ষিত এখনোও পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি অভিযোগ পেলেই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো বলে জানান তিনি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category