রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সহ-সভাপতি মাহবুব বহিষ্কার নরসিংদীতে রেলওয়ে পুলিশ ফাঁড়ির পিছনে সরকারি গাছ কেটে জমি দখল করার অভিযোগ বগুড়ায় হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যু নাটোরের সিংড়ায় পুলিশের অভিযানে মটরসাইকেল উদ্ধার ও আটক ২ পানি উন্নয়নের জায়গায় অবৈধ স্থাপনা নির্মান, সরেজমিনে পানি উন্নয়ন কর্মকর্তা ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের লক্ষ নিয়ে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্ট অফ লিভিং প্রজেক্ট বাস্তবায় গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতের খুনিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন হিন্দুদের নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন লোহাগড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত

চসিক কর্মকর্তার বিরুদ্ধে একুশে পদকপ্রাপ্তদের সম্মানী আত্মসাতের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ১৬৮ Time View

 এস এম কায়সার:

একুশে পদকপ্রাপ্তদের সম্মানীর টাকা আত্মসাৎয়ের অভিযোগ উঠেছে চসিক কর্মকর্তা আশেক রসুল চৌধুরী টিপুর বিরুদ্ধে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি বছর বিশিষ্ট ব্যক্তিদের অর্থসহ একুশে পদক প্রদান করে আসছে।

গত পাঁচ বছরে ৭০ জন বিশিষ্ট ব্যক্তিকে চসিক সম্মাননা প্রদান করা হলেও সম্মাননা প্রাপ্তদের সম্মানির ৭ লক্ষ টাকা কয়েক জনকে  দিলেও অধিকাংশ দিয়ে বিশিষ্ট ব্যক্তিকে বা তাদের পরিবারকে না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

এছাড়াও উক্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন, দান অনুদান, অপ্যায়ন, অতিথির সম্মাননাসহ নামে বেনামে বাড়তি খরচ দেখিয়ে লক্ষ লক্ষ টাকার অতিরিক্ত বিল ভাউচার করার অভিযোগও উঠেছে।

চসিকের সমাজ সেবা কর্মকর্তা হিসেবে পদে থাকলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপ সচিবের পদটিও  অবৈধভাবে দুটি পদ প্রায় ২০ বছর ধরে দখলে রাখার অভিযোগও রয়েছে।

উপ সচিবের বিরুদ্ধে কর্পোরেশনের যত আর্থিক লেনদেনের সব কাজে তার সম্পৃক্ততা এবং নিয়ন্ত্রনে চলে। বিগত ২০ বছর ধরে উক্ত কর্মকর্তার কর্মকান্ডের বিষয়টি সঠিকভাবে তদন্ত করলে কয়েক কোটি টাকার অনিয়ম দুর্নীতির চিত্র ধরা পড়বে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানায়।

জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একুশে বই মেলা উপলক্ষে গত ২ মার্চ নব নির্বাচিত সিটি মেয়র বীরমুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামের লেখক ও প্রকাশক, বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠকে বসেন।

উক্ত বৈঠকে সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতেই  উক্ত কর্মকর্তার বিরুদ্ধে একুশে পদকের সম্মানি আত্মসাৎ করার অভিযোগ করেন।

চসিক একুশে পদকপ্রাপ্ত বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষক ও লেখক, সাংবাদিক মুহাম্মদ শামসুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন, মুহাম্মদ শামসুল হকের নিজের সম্মানিও না পাওয়ার বিষয়টি মেয়রের কাছে তুলে ধরেন।

অভিযোগের প্রেক্ষিতে মেয়র রেজাউল করিম চৌধুরী উপ সচিব ও সমাজ সেবা কর্মকর্তা আশেক রসুল চৌধুরী টিপুর কাছে কৈফিয়ত চাইলেও তিনি কোন উত্তর দিতে পারেনি বলে বৈঠকে থাকা ব্যক্তিবর্গরা জানান।

এ বৈঠকে অংশ নেয়া বিশিষ্ট নাট্যকার সজল চৌধুরী জানান, চসিকের একুশে পদক প্রাপ্তদের আর্থিক সম্মানির টাকা অনেকে না পাওয়ার বিষয়ে আলোচনায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসে,টিপুর বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে বলে অফিস স্টাফরাও জানান।

আশেক রসুল চৌধুরী টিপু প্রয়াত সাবেক সিটি মেয়র এ.বি.এম মহিউদ্দীন চৌধুরী, সাবেক মেয়র মঞ্জুর আলম ও আ.জ.ম নাছির উদ্দীনসহ একাধিক মেয়রের সময়ে উক্ত পদ আকড়ে ধরেন। বিগত দিনের মেয়রদের হাতের মানুষদের হাত করে দীর্ঘদিন উক্ত পদে বহাল রয়েছে।

এ বিষয়ে জানার জন্য অফিসে চসিক উপ সচিব ও সমাজ সেবা কর্মকর্তা আশেক রসুল টিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে একুশে পদকের সবাইকে আর্থিক সম্মানি দেয়া হয় না বলে দাবি করেন, যাদেরকে আর্থিক সম্মানি দেয়া হয়নি তাদের টাকাগুলো কর্পোরেশনে ফেরত দেয়া হয়েছে, কথা বলতে বলতে তাড়াহুড়া করে প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে জুরুরী কথা আছে বলে চেয়ার ছেড়ে চলে যান।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহকারী সচিব নজরুল ইসলাম জানান, কর্পোরেশনের আর্থিক লেনদেনের বিষয়টি দেখাশুনা করেন উপসচিব টিপু ও অতিরিক্ত প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা হুমায়ন সাহেব, আমি পদে থাকলেও আমি শুধু মাত্র চিঠি পত্র দেয়া নেয়া ছাড়া কোন কাজ নাই বলে দাবি করেন।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাব বিভাগের বাজেট ও অডিট শাখার অতিরিক্ত প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী বলেন, একুশে পদক প্রাপ্তদের করো সম্মানি না পাওয়ার কথা না, তবে আর্থিক লেনদেনের বিষয়টি তিনি দেখাশুনা করেন বলে স্বীকার করেন, যদি কোন অনিয়ম হয়ে থাকে সেটা ধরা পড়বে, জড়িতদের বিরুদ্ধে রিপোর্ট হবে বলে তিনি জানান।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, দীর্ঘদিনর ধরে যারা লুটেপুটে খেয়েছে চোরগুলোকে বের করা হচ্ছে আমার প্রথম কাজ, যারা একুশে পদকের সম্মানির টাকা নিয়ে দুর্নীতি করে তারা জাতির শত্রু, তাদের চিহ্নত করে কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করা হবে বলে তিনি জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category