শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

রাজৈরে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৮ Time View

 মোঃ আমানুল্লাহ ফকির, বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বার্তা বাজার প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মাদারীপুরের রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকরা। বুধবার সকাল ১২ টায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বাস স্টান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বার্তা বাজার অনলাইন পোর্টালের মাদারীপুর প্রতিনিধি আকাশ আহম্মেদ সোহেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক ভোরের ডাক রাজৈর উপজেলা প্রতিনিধি ই এইচ ইমন, দৈনিক যুগান্তর প্রতিনিধি রুহুল আমিন মুকুল, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি বিনয় জোয়ার্দার, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এফ আর মামুন, মোহনা টিভির প্রতিনিধি মোনাসিফ ফরাজি সজীব, আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি টুটুল বিশ্বাস, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি কাওসার আলম মিঠু, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. ইব্রাহিম, ডেল্টা টাইমস প্রতিনিধি সুজন হোসেন রিফাত, দৈনিক জনতার ইশতেহারের মাদারীপুর প্রতিনিধি মোঃ আমানুল্লাহ ফকির, আলোকিত জনপদের প্রকাশক সবুজ বালা, মোক্তার, জাকির, সাইদুর, বাবুল, মঞ্জুর, বিপুল প্রমুখ।

এ সময় বক্তারা খুনের সঙ্গে জড়িত সব আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এবং হত্যায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। লাশ নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে তার হুঁশিয়ারি দেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়াসহ বক্তারা আরও ঘোষণা দেন, এর আগেও অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের সহিংসতার ঘটনার ঘটছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category