রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সহ-সভাপতি মাহবুব বহিষ্কার নরসিংদীতে রেলওয়ে পুলিশ ফাঁড়ির পিছনে সরকারি গাছ কেটে জমি দখল করার অভিযোগ বগুড়ায় হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যু নাটোরের সিংড়ায় পুলিশের অভিযানে মটরসাইকেল উদ্ধার ও আটক ২ পানি উন্নয়নের জায়গায় অবৈধ স্থাপনা নির্মান, সরেজমিনে পানি উন্নয়ন কর্মকর্তা ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের লক্ষ নিয়ে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্ট অফ লিভিং প্রজেক্ট বাস্তবায় গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতের খুনিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন হিন্দুদের নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন লোহাগড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত

ভিক্ষা করেই চলছে ৮০ বছরের অসুস্থ বৃদ্ধাসহ ৩ জনের জীবন সংগ্রাম নেই বাসস্থান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৫ Time View

 রণিকা বসু(মাধুরী) বিশেষ প্রতিনিধি:

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ৭নং সন্তোষপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দরিউমাজুড়ী গ্রামের বাসিন্দা অমুল্য বৈরাগীর বয়স ৮০/৮৫ হবে৷ তার স্ত্রী ও একজন পিতা-মাতা হারা এতিম নাতী নিয়ে খুবই কষ্টের সাথে জীবন যাপন করতেছেন৷নেই একটা ঘর,এই শীতে নেই শীতের পোশাক,নেই লেপ বা কম্বল,নেই আয় করা মানুষ,যেদিকে তাকাই শুধু নেই আর নেই?নিজে শারীরিক অসুস্থ৷ স্ত্রী ও অসুস্থ তবু মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে চলছে তাদের তিন জনের জীবন৷অমুল্য বৈরাগী বয়সের ভারে নুয়ে পরেছে শরীর তার মধ্যে অসুস্থ৷ স্ত্রী রেখা বৈরাগীর বয়স ৭০-৭২ বছর তিনিও অসুস্থ তবু কিছু করার নেই পেট যে কিছু মানে না৷অসুস্থ শরীর নিয়ে সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে যা পান তাই দিয়ে চালাতে হয় স্বামী ও একজন ১০ বছরের নাতীকে৷অমুল্য বৈরাগীর একমাত্র মেয়ে ছিলেন লিপি রানী সরকার তাকে বিয়ে দিয়েছিলেন৷বিয়ের পর এক ছেলে ও এক মেয়ে জন্ম দিয়ে সংসারে মনমালিংন্য হয়ে বিষ খেয়ে আত্নহত্যা করেন। মেয়ে লিপি রেখে যান দুজন অবুঝ শিশু সন্তান৷লক্ষী ও তুফান নামে দুই ছেলে মেয়েকে৷মেয়ে মারা যাবার পর জামাই তাদের যেটুকু জমি ছিলো বিক্রি করে টাকা নিয়ে পারি জমান ভারতে৷ তারপর থেকে নাতী নাতনীর দায়িত্ব এসে পরে অসহায় অমুল্য বৈরাগীর উপর৷নাতনীকে অনেক কষ্টে বিয়ে দেন৷এখন নিজেও অসুস্থ স্ত্রী রেখা বৈরাগীও অসুস্থ তবু নেই থেমে থাকা৷আগে শাকপাতা বিক্রি করতেন রেখা বৈরাগী এখন অসুস্থতার কারণে তাও পারেন না৷তাই নিরুপায় হয়ে করেন ভিক্ষা৷অমূল্য বৈরাগী বলেন আমি চুরি করতে পারবো না তাই ভিক্ষা করে খাই৷প্রতিবেশির কাছে তার বিষয়ে জানতে চাইলে বাহির দশমহল বালিকা বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ হীরা বলেন আমিও অনেক চেষ্টা করেছি তাকে কিছু সাহায্য করার পারিনি। আমিও চাই এই অসহায় পরিবারটি সাহায্য পান৷বিশেষ করে তার একখানা ঘর নেই বৃষ্টি পরলে তাদের কষ্ট আরও বেড়ে যায়৷তিনি বলেন অসহায় পরিবারটি একটা ঘর পেলে কষ্টটা কিছুটা হলেও কমবে। সংবাদকর্মী রণিকা বসু (মাধুরী) বলেন সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও উর্ধ্বতম কর্মকর্তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই অসহায় পরিবারটির প্রতি সদয় দৃষ্টি দিয়ে পরিবারটিকে সাহায্য করার জন্য।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category