রবিবার, ১৯ মে ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সহ-সভাপতি মাহবুব বহিষ্কার নরসিংদীতে রেলওয়ে পুলিশ ফাঁড়ির পিছনে সরকারি গাছ কেটে জমি দখল করার অভিযোগ বগুড়ায় হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যু নাটোরের সিংড়ায় পুলিশের অভিযানে মটরসাইকেল উদ্ধার ও আটক ২ পানি উন্নয়নের জায়গায় অবৈধ স্থাপনা নির্মান, সরেজমিনে পানি উন্নয়ন কর্মকর্তা ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের লক্ষ নিয়ে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্ট অফ লিভিং প্রজেক্ট বাস্তবায় গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতের খুনিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন হিন্দুদের নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন লোহাগড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত

মুকসুদপুরে চৌকস সেনা অফিসার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এস এম অলিয়ার রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৯ Time View

 স্টাফ রিপোর্টার মোঃ নাসিম খানঃ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের তারাইল গ্রামের মুসলিম পরিবারে শেখ বংশে ১৯৬৫ সালের ১৫ জুন জন্ম গ্রহন করেন। পিতাঃ মোঃ আলাউদ্দীন শেখ। শিশুকাল থেকেই ছিলেন অত্যন্ত নানা প্রতিভার আর বিচিত্র গুনাবলির অধিকারী একজন সেনাকর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এস এম অলিউর রহমান এলাকার এক প্রিয় নাম । তাকে নিয়ে কিছু কথা – তিনি একদিকে যেমন সফল ও চৌকস সেনা অফিসার, অপরদিকে তিনি একজন শিশু মুক্তিযুদ্ধা, একজন গীতিকার ও সুরকার এবং সফল পিতা।। মুক্তিযুদ্ধকলীন সময়ে আট- নয় বছরের বালক হলেও এই বয়সেই স্বদেশ প্রেমে উদ্ভুদ্ধ ছিলেন । মা, মাটি, দেশ আর মানুষের জড়িয়ে থাকা এই বালক ঐ বয়সে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধাদের পাশে থেকে তাদের পানি খাওয়ানো , কখনোবা অস্ত্র হাতে ও কাধে করে মুক্তিযুদ্ধাদের সাথে হেটেছেন। মুক্তিযুদ্ধের সময় তার দেখা ও জানা ঘটনাবলী নিয়ে তিনি অতি সাধারণ ভাষায় নিয়মিত ফেসবুকে লিখে থাকেন । আমি তার চাক্ষুষ দেখা মুক্তিযুদ্ধের এ লেখা পড়ে খুবই উদ্বেলিত হই । আমি আশা করবো উনি উনার এই লেখা চালিয়ে যাবেন । সেই শিশু বয়সেই তিনি ১৯৭২ সালে মুক্তিযুদ্ধের উপর একটি গান লিখেছিলেন । এটাই ছিল তাঁর গানের জগতে প্রথম আবিষ্কার । বিজিবীতে চাকুরীরত অবস্থায় বান্দরবন সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করার সময় মায়ানমারের সাথে বর্ডার এলাকায় দুইটি সফল অপারেশনের নেতৃত্ব দেন। তিনি বিজিবিতে থাকাকালীন সময়ে তার বিভিন্ন কর্মকাণ্ড , অপারেশন , জনকল্যাণ মূলক কাজ ইত্যাদি ক্ষেত্রে অনুকরণীয় সফলতার কারণে তিনি দুইবার রাষ্ট্রপতি পদক্ষেপ ভূষিত হন এবং অবসরকালীন সময়ে তার এই পদকের জন্য সম্মানী ভাতা প্রাপ্ত হয়েছেন । তিনি সুদীর্ঘ চাকুরী জীবনে দেশের ভিতরে ও আন্তর্জতিক অঙ্গনে যে অভিজ্ঞতা হয়েছে তার ওপর নিয়মিত লেখেন । আমি আশা করি যেন আল্লাহ তাকে আরো লেখার সুযোগ দিন । ২০১৯ সালের জুন মাসে অবসরে যাওয়ার পর আবার লেখা শুরু করেছেন। এ পর্যন্ত ৪২ টা গান রচনা করেন এবং নিজের গানে নিজেই সুর দেন। তার রচিত কয়েকটি গান অতি সত্তর একটি টিভিতে প্রচারিত হবে । সফল এই পিতার তিন সন্তানের মধ্যে প্রথম ও দ্বিতীয় সন্তান বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা অফিসার হিসেবে কর্মরত আছে। বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এসে এমন অলিয়ার রহমান একদিকে একজন শিশু মুক্তিযুদ্ধা, সফল সেনা অফিসার, সেনা অফিসারের পিতা , গীতিকার ও সুরোকার । সর্বোপরি সে একজন নিরহংকার, ধার্মিক ও ভালো মনের মানুষ। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামন করি। সাথে সাথে আশা করি তিনি এলাকার দিকে নজর দিবেন এবং এলাকার মানুষের সাথে গভীর বন্ধনে আবদ্ধ হবেন ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category