শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

গোপালগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৬৬ Time View

সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক জোন, গোপালগঞ্জের আওতাধীন সকল দপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণের নিমিত্তে “গণশুনানি” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০জুন) বেলা১১ টায় সড়ক জোন, গোপালগঞ্জ -এর সম্মেলন কক্ষে সওজ গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সওজ ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার উখিংমে, টি আই সৈয়দ মারুফ আল-রাজি, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান ফারহান সুমেল, মাদারীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান, শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাবিল হোসেন, রাজবাড়ী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজস খান, গোপালগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল, সহকারী প্রকৌশলী মোঃ আবদুল হালিম খান সহ বিভিন্ন উপ-সহকারী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

উক্ত গণশুনানিতে সড়ক জোন গোপালগঞ্জের অধীন সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ, যানবাহন নির্ভীঘ্নে চলাচল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সহনীয় পর্যায়ে নামিয়ে আনা, সড়কের যানজট নিরসন, সড়ক নিরাপত্তার লক্ষ্যে পর্যাপ্ত সাইন সিগন্যাল ও সাইনবোর্ড স্থাপন, সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ, ড্রাইভারদের শিফটিং ডিউটি এবং পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা রাখা, সড়কের পাশে পশুর হাট বসানো থেকে বিরত থাকা সহ বিভিন্ন সমস্যা এবং সমাধানের নিমিত্তে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন জেলার বাস মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন জেলার মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও তাদের মনোনীত প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category