শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. বশির

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০৮ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির উপ-নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো.বশির উদ্দিন।

তিনি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক প্যানেল থেকে নির্বাচিত হন । বুধবার সংগঠনটির উপ- নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া , নির্বাচন কমিশনার হুমায়ূন কবির ও ইমদাদুল হক শরীফ কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এরআগে গত ৩১ জানুয়ারি বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য থেকে মো. ফায়েকুজ্জামান মিয়া।

এছাড়াও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক প্যানেলের সাদ্দাম হোসেন।কিন্তু গত ১ ফেব্রুয়ারী, থেকে এই বিশ্ববিদ্যালয়য়ে নির্বাচিত সাধারণ সম্পাদক কর্মরত না থাকায় শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ২ নং ধারা অনুযায়ী সদস্য পদ হারানোর ফলে সাধারণ সম্পাদক পদ শূণ্য ঘোষিত হয়।

পরে গত ০৫মার্চ একটি সাধারন সভায় শিক্ষকদের সর্বসম্মতিক্রমে (সাধারণ সম্পাদক পদ) উপ- নির্বাচন- ২০২৪ নিমিত্তে নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচন কমিশন গঠনতন্ত্র অনুসারে ০৬ মার্চ তফসিল ঘোষণা করার পরিপ্রেক্ষিতে গত ১১ থেকে ১২ মার্চ এ কমিশনের নিকট উক্ত পদে ২টি মনোনয়ন পত্র দাখিল করা হয়।

তবে একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় সমিতির গঠনতন্ত্র মোতাবেক আর কোন প্রতিযোগী (একাধিক) প্রার্থী না থাকায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকার চেতনায় বিশ্বাসী দলের প্রার্থীর মনোনয়ন বহাল থাকায় কমিশন তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনা করে। শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড.বশির উদ্দিন বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যেন বৃদ্ধি পায় সে বিষয়ে নজর থাকবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category