শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :

পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে অপরাধীদের ধরতে ঝাঁপিয়ে পড়ে : হুইপ  মাশরাফি

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৮৪ Time View

নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদেরহুইপ মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘পুলিশ জনগনেরবন্ধু। প্রতিটি ক্রাইসিস মূহুর্তে আইন শৃংখলা রক্ষায়পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে অপরাধীদের ধরতেঝাঁপিয়ে পড়ে।

‘শনিবার (৯ মার্চ) বেলা ১১ টায় জেলা পুলিশেরআয়োজনে বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায়মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইন্সড্রিলশেডে পুলিশ মেমোরিয়াল ডে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধান অতিথি হুইপ মাশরাফি আরও বলেন,দেশেরস্বাধীনতা সংগ্রামে অনেক পুলিশ সদস্য জীবনদিয়েছেন।

আমি পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞ।পুলিশের যে কোন ভালো কাজে আমার সার্বিকসহযোগিতা অব্যাহত থাকবে। পুলিশ সুপার মোহা: মেহেদী হাসানের সভাপতিত্বেআলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেনজেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার হিসেবেপদোন্নতিপ্রাপ্ত) মো: আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশসুপার তারেক আল মেহেদী।

দিবসটি পালন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনেবেলা ১১টায় পুলিশ লাইনস এ স্থাপিত পুলিশমেমোরিয়াল মনুমেন্টে নিহত পুলিশ সদস্যদের স্বরণেশ্রদ্ধাঞ্জলি প্রদান করেন নড়াইল-২ আসনের সংসদসদস্য জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা।শ্রদ্ধাঞ্জলি প্রদানের আগে পুলিশের পক্ষ থেকে গার্ড অবঅনার প্রদান করা হয়।

এখানে নিহত পুলিশ সদস্যদেররুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতঅনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন সময়ে নিহতজেলার ২৪ জন পুলিশ সদস্য’র পরিবারের সদস্যদেরহাতে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার প্রদান করাহয়। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ওদায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যেরপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category