মাদারীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের থানতলী এলাকায় জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারীর বাড়ির সামনে দোয়া মাহফিলের আয়োজন করে মাদারীপুর জেলা যুবদল।
জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারীর সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের আহবায়ক নাহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিএনপির কেন্দ্রীয় সহগন শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার (খোকন),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাউছ উর রহমান
জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান জুয়েল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হালিম খান, জেলা যুবদলের সহ-সভাপতি শাহিন মজুমদার জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আশরাফউদ্দিন বেপারী, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তুহিনসহ জেলা উপজেলার বিএনপির সকল অঙ্গসংঘঠনের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত শেষে নেতাকর্মীদের মাঝে তোবারক বিতরণ করার মধ্যে দিয়ে দোয়া মাহফিল শেষ হয়।
Leave a Reply