শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

দিনাজপুরের খানসামায় পাট চাষীদের প্রশিক্ষণ

চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৩৪ Time View

দিনাজপুরের খানসামা উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলা প্রশাসন ও পাট উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে পাট চাষের গুরুত্ব, পাটের বতর্মান অবস্থা ও সম্ভাবনা, পাট কর্তন, পাট পচন এবং উন্নত প্রযুক্তিতে পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ বিষয়ে তিন ধাপে উপজেলার ১৫০ জন পাট চাষীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহেল রানার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার প্রশিক্ষণের উদ্বোধন করে পাট চাষে প্রশিক্ষণের গুরুত্ব, পাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভবনা সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় পাট কর্তন, পাট পচন, রিবোনারের ব্যবহার সম্পর্কে, দিনাজপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মঞ্জুরুল হক উন্নত প্রযুক্তির মাধ্যমে রবি-১ চাষ পদ্ধতি সম্পর্কে,

দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন উন্নত পদ্ধতিতে রবি-১ জাতের পাটবীজ উৎপাদনে করণীয় সম্পর্কে এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার পাট সংরক্ষণ ও বাজারজাত করণ সম্পর্কে আলোচনা করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পাট চাষীদের মাঝে পাটের ব্যাগ ও সন্মানী ভাতা প্রদান করেন অতিথিবৃন্দরা

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category