শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

স্বার্থের জয়-জয়কার

সুমাইয়া আক্তার শিখা
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৪ Time View

স্বার্থের পৃথিবীতে স্বার্থের চলছে খেলা, স্বার্থের পৃথিবীতে স্বার্থের মিলছে মেলা। জন মানবের ভীড়ে নেই স্বার্থের আকার, চারিদিকে শুধু স্বার্থের জয়-জয়কার । আপন মানুষদের আর আপন মনে হয় না শত চেস্টা করেও আপন হতে পারিনা ভুল বুঝাবুঝির লড়াই যেন শেষ হয় না সবাই স্বার্থপর, স্বার্থের খোঁজে সদা থাকে তৎপর; পা বাড়ালেই স্বার্থ খোঁজে, হোক না সে আপন-পর। মুখোশ পরে চলে সবাই মিষ্টি কথা মুখে, স্বার্থের মোহে অন্ধ সবাই পাশে থাকেনা কেউ কারো দু:খে। মানুষে মানুষে এই স্বার্থের দ্বন্দ্ব চলবে কত কাল, কখন ফিরে আসবে ধরায় নি:স্বার্থ স্বর্গীয় ছন্দের তাল? বাবা হোক, ভাই হোক, হোক না আত্মীয় স্বজন, স্বার্থ ছাড়া থাকে না পাশে কারো প্রিয়জন। স্বার্থপরের সুবিধাটা সবাই গেছে বুঝে, চোখ বুজে তাই নীতি ধ্বসে নিচ্ছে তাকে খুঁজে । অশ্রু জল আর বৃষ্টি জলের তফাত গেছে উঠে, বুক ফাঁটা আর্তনাদে কেউ আর আসেনা ছুটে। রক্ত ধারার বন্য মোদের আর কাড়েনা দৃষ্টি! আমরা এখন সার্থপর আর নাই সে সেরা সৃষ্টি। স্বার্থের প্রয়োজনে- খুব কাছের মানুষও কিভাবে যেন বাঁকা চোখে তাকায় চোখে জ্বলে সেই স্বার্থপরতার আগুন। সেই চোখে রাখতে পারি না চোখ পুড়ে ছাড়খার হয়ে যায় হৃদয়। নির্বাক হয়ে দেখি চারপাশে উড়ে বেড়ায় স্বার্থের লাল নীল প্রজাপতিরা। স্বার্থের প্রয়োজনে- সাদা হয় কালো, কালো হয় সাদা। প্রয়োজন ফুরালে রংধনুর সাত রংও মাঝে মাঝে ফ্যাকাসে মনে হয়।

লেখকঃ- সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category