শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

বাড়ীতে ডাকপিয়নের আগমন কৌতুহলী হয়ে উঠত সবাই

লেখক ও কলামিস্ট, শাহনেওয়াজ
  • Update Time : শনিবার, ২৯ মে, ২০২১
  • ১৭১ Time View

একটা সময় ছিল দেশে ডাক বিভাগের প্রচুর কদর ছিল।দেশে, বিদেশে চিঠি পত্র আদান প্রদান, আর্থিক লেনদেন সহ নানাবিধ কাজে মানুষ ডাক বিভাগের উপর বেশী নির্ভরশীল ছিল।

বাড়ীতে ডাকপিয়নের আগমন কৌতুহলী হয়ে উঠত সবাই। কোন সুখবর বা অর্থ আগমনের বার্তায় সবাই উদগ্রীব থাকত। কালের আবর্তে টেলি যোগাযোগ ব্যবস্হার উন্নতি হল।মানুষ সরাসরি টেলিফোনে কথা বলতে শুরু করল।তবুও ডাকবিভাগের অনেক গুরুত্ব ছিল। এরপর ডিজিটাল যুগে প্রবেশ করল বাংলাদেশ।

মোবাইল, এস এম এস, ইমেইল,বিকাশ, রকেট ইত্যাদি ডিজিটাল প্রযুক্তির নতুন আবিস্কারে মানুষ ভুলে গেল ডাক বিভাগকে। কেমন যেন আপন থেকে পর হওয়ার মত ব্যাপার।মামলা মোকদ্দমার নোটিশ ছাড়া ডাক পিয়নকে এখন আর সচরাচর দেখা যায় না।   অনেকের কাছে ডাক পিয়ন এখন অশুভ বার্তা বাহক।

যাই হোক, এখনও ডাকপিয়ন আছে ডাকবিভাগও আছে। কেবল মাত্র ডাকবিভাগের কাজের পরিধি ও ক্ষেত্র সীমিত হয়েছে। ডাক বিভাগের সেই সময়কার সোনালী ঐতিহ্য তুলে ধরতে মাননীয় প্রধান মন্ত্রী রাজধানীর আগারগাঁওয়ে নির্মান করলেন ডাকবাক্সেরর আদলে নক্সাকৃত নতুন  ডাক ভবন।

এখন থেকে ভবনটি ডাক বিভাগের সদর দপ্তর। এতে থাকছে সুপরিসর অডিটোরিয়াম, পোষ্টাল মিউজিয়াম, ডে কেয়ার সেন্টার, লাইব্রেরী,মেডিক্যাল সুবিধা,ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, ক্যাফটেরিয়া সহ অনেক রকম সুযোগ সুবিধা।

ভবনটি দেখলে যাতে ডাকবাক্সের কথা, চিঠির কথা  মনে পড়ে পড়ে যায় সে কারণে ভবনটির নক্সা ডাকবাক্সের আদলে ডিজাইন করা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category