শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি উন্নয়নের জায়গায় অবৈধ স্থাপনা নির্মান, সরেজমিনে পানি উন্নয়ন কর্মকর্তা ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের লক্ষ নিয়ে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্ট অফ লিভিং প্রজেক্ট বাস্তবায় গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতের খুনিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন হিন্দুদের নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন লোহাগড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন স্থগিত লোহাগড়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের চাপায় ১ জন নিহত ছয়তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার ক্লাস চলাকালীন বিদ্যালয়ে আগুণ! পুড়ে গেছে দুটি শ্রেণীকক্ষ

কাশিয়ানীতে আম ছেঁড়া নিয়ে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ

 প্রতিনিধি কাশিয়ানী
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২১৪ Time View
গাছের আম ছেঁড়াকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে লোকজনের ওপর হামলা, বাড়িঘর ভাচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার দৈহিসারা বড়বাহিরবাগ গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ। আহতরা হলেন জাহাঙ্গীর মোল্যা (৫০), পারভীন বেগম (৪০), লাবু মোল্যা (৩০), মামুন মোল্যা (২৫) ও ইমরান (১৮)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য আব্দুস সালাম ও নওশের আলীর সমর্ধকদের মধ্যে বিরোধ চলে আসছিল।
বুধবার বিকালে নওশের আলীর সমর্থক ওই গ্রামের আমিনুদ্দিনের ছেলে মানসিক প্রতিবন্ধি সুমন মোল্যা একই গ্রামের শাহাদত শেখের পুকুরপাড়ের আম গাছ থেকে কয়েকটি আম ছেঁড়ে।
এতে সালাম মোল্যার সমর্থক বাবুল মোল্যা সুমনকে মারধর করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দু’পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় সালাম মোল্যার সমর্থকরা নওশের মোল্যার বাড়িতে ঢুকে লোকজন ও ঘরবাড়িতে হামলা চালায় এবং একটি বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দের উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কাশিয়ানী থানার এসআই মো. আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। ঘটনাস্থল থেকে ইউপি সদস্য সালামসহ ছয় জনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category