বুধবার, ১৫ মে ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দীন

কানাইঘাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ১৯৮ Time View

কানাইঘাট বাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দীন।

পবিত্র এ মাসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দেওয়া এক বাণীতে তিনি সিলেটসহ ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান। বাংলাদেশের আকাশে এদিন চাঁদ দেখা যাওয়ায় আগামী বুধবার (১৪ এপ্রিল ) থেকে রমজান মাস শুরু হচ্ছে।

তিনি বলেন, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক পরম করুণাময় আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ।

মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়।

আসুন, আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তৌফিক দান করুন

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category