অনলাইন ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক পাচ্ছেন ১,৯৬৭ প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন প্রতীক পাচ্ছেন ১৯৬৭ প্রার্থী
ছবি : সংগৃহীত
৪৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় চূড়ান্ত প্রার্থীর এই সংখ্যা নির্ধারিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) চূড়ান্ত তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনের চূড়ান্ত ধাপ। এরপর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা মাঠে নামবেন প্রচারণায়। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত এই প্রচার কার্যক্রম চলবে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে ২৯৮টি আসনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। দলীয় প্রার্থীর পাশাপাশি শতাধিক স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর আগে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৮৯৬ জন। সে তুলনায় এবারে প্রার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে।

তবে আদালতের নির্দেশনায় নতুন তফসিল জারির কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের প্রার্থীদের তথ্য আপাতত এই হিসাবের বাইরে রাখা হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়ন বাতিল করা হয়। বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন প্রার্থী আপিল করলে শুনানি শেষে ৪৩১ জন তাদের প্রার্থিতা ফিরে পান। পরবর্তীতে ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়ানোয় এখন ভোটের মাঠে থাকছেন ১ হাজার ৯৬৭ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের কেন্দ্রমুখী করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রিটার্নিং অফিসারদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রচারণাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে কড়া নজরদারি থাকবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় পাবনা-১ ও পাবনা-২ আসনে সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন তফসিল অনুযায়ী, এসব আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাবনা-১ আসনে ৭টি এবং পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্ধারিত সময় অনুযায়ী এসব আসনের প্রার্থীরাও মূল নির্বাচনী প্রতিযোগিতায় যুক্ত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট সফরে তারেক রহমান, মাজার জিয়ারতের পর নির্বাচনী প্রচারণা শুরু

বিএনপির জোট ছাড়লেন মান্না, নাগরিক ঐক্য এককভাবে নির্বাচনে

ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আফজাল হোসাইনের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড)

শিগগিরই ১.৫ ডিগ্রি সীমা ছুঁতে পারে বৈশ্বিক তাপমাত্রা, কী ঝুঁকি অপেক্ষা করছে?

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম আসামি মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক পাচ্ছেন ১,৯৬৭ প্রার্থী

গোপালগঞ্জ-১ আসনে কাবির মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা, নির্বাচনে আর বাধা নেই

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন

ইসলামী আন্দোলন কত আসনে অংশ নেবে? বিস্তারিত ঘোষণা

১০

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

১১

ময়মনসিংহে জেন্ডার সহিংসতা প্রতিরোধে প্রযুক্তি সংলাপ

১২

গোবিপ্রবি’তে ৪৭৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান

১৩

মাদারগঞ্জে ৫ শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষার্থী একজন

১৪

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৫

গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

১৬

মুকসুদপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

১৭

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বাস্থ্য কর্মকর্তা

১৮

কয়রায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভ

১৯

পীরগঞ্জে বাসর ঘরে বউ বদল, প্রতিবাদ করাই ছেলের নামে মামলা

২০