
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের এক সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা–২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নির্বাচন আয়োজনসংক্রান্ত প্রস্তুতির সমন্বয় করতেই এই সভার আয়োজন করা হয়েছে।
সভায় অংশ নিতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর শীর্ষ কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর এবং জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারকে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নামও অংশগ্রহণকারীর তালিকায় রয়েছে।
মন্তব্য করুন