মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মেধাবী কন্যা শৈলী মনি দত্ত এবারের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মেরিট পজিশন ১৩৪১ স্থান লাভ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে সুপারিশ প্রাপ্ত হয়েছে।তার পিতার নাম ইঞ্জিনিয়ার সমীর দত্ত,মাতা মিতালী শিকদার একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শৈলী মনির প্রাথমিক শিক্ষা জীবন শুরু ১০৯ নং নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে বোর্ড বৃত্তি লাভ করে। অতঃপর কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ হতে জিপিএ ৫ অর্জন করে।
মেধাবী এ গূণী শিক্ষার্থী শুধু লেখাপড়াতেই নিজেকে সীমায়িত রাখেনি। সাধারণ নৃত্য, লোক নৃত্য, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত ও লোক সংগীতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সাধারণ নৃত্যে ২০১৬ সালে বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও ২০১৯ সালে শৈলী মনি কালকিনি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়। গূণী শিক্ষার্থী শৈলী মনির ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাইলে সারাক্ষণ বার্তাকে জানান, ভবিষ্যতে আমি একজন মানবিক ডাক্তার হয়ে আর্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে দেশ গঠনে ভূমিকা রাখতে চাই।
এ লক্ষ পূরনে সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী। শৈলী মনি তার মামার বাড়ি কালকিনি থেকেই পড়াশোনা করেছে।তার জীবনের এ পর্যায়ে আসতে মামা বাড়ির ভূমিকা অগ্রগণ্য।
মন্তব্য করুন